বিগ বস জিতলেন সৌদি আরবে জন্ম নেওয়া তেজস্বী প্রকাশ

আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান। তাই এই শো নিয়ে দর্শকদের মাঝে কৌতুহলের কমতি নেই। এতে বিজয়ী কে হবেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল তুমুল আলোচনা।
এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বিগ বসের ১৫তম আসর জিতে নিলেন সৌদি আরবে জন্ম নেওয়া ভারতীয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ। সৌদি আরবে জন্ম নেওয়া এই তারকা প্রথম থেকেই আলোচনায় ছিলেন।
বিগ বসের ট্রফি ছাড়াও ৪০ লাখ রুপির পুরস্কার মূল্য জিতেছেন তিনি। দ্বিতীয় প্রতীক এবং তৃতীয় হয়েছেন করণ।
দর্শকদের বিচারে জয়ী হওয়ার লড়াইয়ে যদিও সবচেয়ে এগিয়ে ছিলেন প্রতীক আর করণ। তারপরই নাম আসে শমিতা আর তেজস্বীর। তবে শেষপর্যন্ত বিজয়ের হাসি হাসেন তেজস্বী প্রকাশ।
গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বিগ বসের পাঁচ প্রাক্তন বিজয়ী-গৌতম গুলাটি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, হিনা খান আর রুবিনা দিলায়েক।
উল্লেখ্য, তেজস্বীর জন্ম সৌদি আরবে হলেও বাবা-মা ভারতীয়। পড়াশোনা করেছেন মুম্বাইয়ে। এরপর ২০১৪ সাল থেকে টিভি মিডিয়ায় সক্রিয় তিনি।
এএম/এসএ/
