হিন্দি সিনেমা এনেও তাজ হলে দর্শক নেই!
ছবি: ঢাকাপ্রকাশ
শাহরুখ খান অভিনীত হিন্দি চলচ্চিত্র 'ডানকি' চলছে নওগাঁর প্রাণকেন্দ্র তাজের মোড়ে ‘তাজ' সিনেমা হলে। প্রতিদিন ৪টি শো প্রদর্শিত হচ্ছে হলটিতে। কিন্তু এই হলে দর্শক পাচ্ছে না 'ডানকি'।
সোমবার (৪ মার্চ) সরেজমিনে তাজ হলে দেখা যায়, প্রচুর সিট খালি রয়েছে। বলতে গেলে, দর্শকই নেই। হলের ডিসিতে আসন সংখ্যা ৩০৫টি, রিয়েল স্টল ৭০০টি কিন্তু দুপুর সাড়ে ১২টার (প্রভাতি) শোতে একজন দর্শক সেখানে দেখেছেন না। দর্শক না থাকায় হল বন্ধ।
তাজ সিনেমা হলে দীর্ঘ দিন ধরে চাকরি করছেন ফনির। হলের নিচতলার প্রবেশ মুখে বিষন্ন মনে তিনি অপেক্ষায় ছিলেন দর্শকের। ঢাকাপ্রকাশকে তিনি বলেন, '২৬ বছর ধরে তাজ হলে চাকরি করছি। হিন্দি সিনেমা এনেও হলে দর্শক নেই! হিন্দি 'ডানকি’ সিনেমার দর্শকও কম। আরও বেশি দর্শক আশা করেছিলাম।'
প্রভাতী শো দেখতে এসেছিলেন ফিরোজ ও হামিম নামের দুই কলেজ শিক্ষার্থী তারা জানান, হিন্দি সিনেমা বলেই ডানকি দেখতে এসেছেন। তবে, আমরা ছাড়া কোন দর্শক না থাকায় হলের শো প্রদর্শন হবে না জেনে তারাও হতাশ।
তাজ সিনেমা হল অপারেটর রিপন ঢাকাপ্রকাশকে বলেন, ‘গত শুক্রবার থেকে হিন্দি সিনেমা ডানকি চলছে গতকাল রবিবার একটি শোতে ৮জন দর্শক নিয়ে চলেছিলো আজ কোন দর্শক না থাকায় শো বন্ধ রাখতে হচ্ছে। হিন্দি সিনেমা এনেও লাভ হলো না।'
এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা নাট্যকার এবিএম রফিকুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন,‘সুপারষ্টার শাহরুক খানের ছবি ত দেখার কথা’! কেন দর্শক নেই? দর্শককে হলমুখী করতে দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা প্রদর্শনের জন্য শত বাধা-বিপত্তি আর দেশীয় চলচ্চিত্র পরিবারের আন্দোলনকে উপেক্ষা করে হিন্দি সিনেমা আনলেও এখনো বাজার সৃষ্টি করতে পারেননি তারা।’
তিনি আরোও বলেন, ‘একটি চলচ্চিত্র প্রতিষ্ঠিত হয় দর্শকদের মনে তখনই আকর্ষণ করে যখন গল্পটা জীবনমুখী হয়। বাস্তবমুখী চিত্রনাট্য দিয়ে ছবিটা তৈরি হয় তখন দর্শক আকৃষ্ট হয়। যখন পেক্ষাগৃহে দর্শক আসে না হল গুলো বন্ধ হয়ে যাচ্ছে বুঝে নিতে হবে ‘বাস্তবতা বিবর্জিত’ চলচ্চিত্র যার কারণে চলচ্চিত্র প্রত্যাখ্যান করছে দর্শক।’
প্রতিদিন দুপুর সাড়ে ১২টা, ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় ডানকি সিনেমা দেখানো হচ্ছে তাজ সিনেমা হলে।