ভালোবাসার মাসে মা হলেন মিথিলা, বাবা সৃজিত
ছবি: সংগৃহীত
দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন দুই বাংলার আলোচিত অভিনেত্রী মিথিলা। ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে সৃজিত-মিথিলার ঘর আলোকিত করে এল ছোট্ট নতুন এই অতিথি। তাঁকে নিয়ে এখন উন্মাদনার শেষ নেই। সৃজিত পরিবারের এই খুশির খবর বৃহস্পতিবার রাতে ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে।
গতকাল (বৃহস্পতিবার) ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সৃজিত নিজেই। পোস্টে সৃজিত লিখেছেন "বাড়িতে স্বাগত উলুপি। আমাদের জীবন পরিবর্তিত হল।" তবে এখনই খুদের ছবি দেখাতে নারাজ পরিচালক।
এক অনুরাগী খুদের ছবি দেখতে চেয়েছিলেন পোস্টের কমেন্টে। সেখানে সৃজিত বলেন, ‘এত ছোট বাচ্চার ছবি দেওয়া ঠিক না। আর একটু বড় হোক, দেব।’
মিথিলা ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে। ২০১৭ সালে এসে ভেঙ্গে যায় তাদের সংসার। এই দম্পত্ত্বির আইরা তাহরিম খান নামের একটি কণ্যা সন্তান রয়েছে। তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছর পর অর্থাৎ ২০১৯ সালে ফের বিয়ে করেন মিথিলা। টালিগঞ্জের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে ভালোবেসে বিয়ের পিড়িতে বসেন তিনি।