করোনায় আক্রান্ত বলিউড তারকা কাজল

বলিউডে করোনার থাবায় একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন। এবার করোনার শিকার কাজল। কাজল নিজেই তার মেয়ে নাইসা দেবগনের ছবিসহ তার কোভিড-১৯ রোগ নির্ণয়ের খবর জানিয়েছেন। এই বলিউড অভিনেত্রী লিখেছেন ‘কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে, লিখেছেন তার মেয়েকে মিস করছেন।’
করোনার দ্বিতীয় ঢেউয়ের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল বিনোদন জগতে। শুরু হয়েছিল একে একে সিনেমার শুটিং ও নানান ইভেন্টের কাজ। চিরচেনা রূপে ফিরতে চলেছিল বলিউড পাড়া; কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে দ্রুত ছড়িয়ে পড়া অমিক্রন, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং অসতর্কতার ফলে আবারও ছড়িয়ে পড়েছে করোনা।
সদ্য করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রবীণ অভিনেতা কামাল হোসেন। এর আগে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় নতুন যোগ হলেন কাজল।
বলিউড অভিনেত্রী তানিশাও নিজের সোশ্যাল মিডিয়ায় তার করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছিলেন। নিজেকে রেখেছেন আইসোলেশনে। যদিও তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি।
এসএ/
