গ্র্যামি পুরস্কার জিতলেন ওস্তাদ জাকির হোসেন ও শঙ্কর মহাদেবন
ওস্তাদ জাকির হোসেন ও সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন। ছবি: সংগৃহীত
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস ভারতীয়দের জন্য এনেছে দারুণ সুখবর। এ আর রহমানের পর এ দেশের মেইনস্ট্রিম দুজন মিউশিয়ান পেলেন গ্র্যামি। ৬৬তম গ্র্যামি পুরস্কারে বাজিমাত করেছেন ভারতীয় তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ও সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন।
গ্র্যামিতে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটিগরিতে পুরস্কৃত অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এবার ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় এ দুই সংগীত শিল্পীর এই সম্মানে উচ্ছ্বসিত সংগীতদুনিয়া ও ভক্ত-অনুরাগীরা।
এবারের ৬৬তম গ্র্যামি পুরস্কারের মঞ্চে তিন-তিনটি পুরস্কার জিতে নিলেন তবলা-বাদক জাকির হোসেন। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স, বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এবং বেস্ট গ্লোবাল। মিউজিক বিভাগে পুরস্কার জিতেছেন তিনি।
জাকির হোসেনের সঙ্গে ফিউশন ব্যান্ড ‘শক্তি’র অন্যতম সদস্য শঙ্কর মহাদেবনও ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে গ্র্যামি জিতেছেন।
‘দিস মোমেন্ট’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে ২০২৩ সালের ৩০ জুন। অ্যালবামে আটটি গান রয়েছে। এর বাইরে ‘পশতু’ গানের সঙ্গে সেরা গ্লোবাল মিউজিক পরিবেশনার পুরস্কার পেয়েছেন জাকির হোসেন। এতে তার সঙ্গে রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার। ভারতীয়দের মধ্যে বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও গ্র্যামি পুরস্কার পেয়েছেন।
গ্র্যামির মঞ্চে শঙ্কর মহাদেবনের সঙ্গে ‘শক্তি’ ব্যান্ডের আরেক সদস্য গণেশ রাজগোপালানকে পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কার গ্রহণের পর শঙ্কর মহাদেবন বলেন, ‘পুরস্কারটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করছি।’
এবারের আসরে ‘ফ্লাওয়ার্স’-এ জন্য রেকর্ড অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন মাইলি সাইরাস। ‘মিডনাইট’ দিয়ে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট।
Congrats Best Global Music Album winner - 'This Moment' Shakti. #GRAMMYs
— Recording Academy / GRAMMYs (RecordingAcad) February 4, 2024
WATCH NOW https://t.co/OuKk34kvdu pic.twitter.com/N7vXftfaDy