এফডিসির এমডি নূজহাত ইয়াসমীনকে অবাঞ্ছিত ঘোষণা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি প্রাঙ্গন। গতকাল ২৮ জানুয়ারি ছিলো শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷ এ বিষয়টিকে অপমানজনক দাবি করে এফতিসির এমডি নূজহাত ইয়াসমিনকে অবাঞ্ছিত ঘোষণা করলেন ৷
আজ শনিবার (২৯ জানুয়ারি) ১৮ সংগঠনের পক্ষে নূজহাত ইয়াসমিনকে এফডিসি থেকে অবাঞ্ছিত করার ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এসময় তিনি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে আগামীকাল থেকে মানববন্ধন চলবে বলেও জানান।
সোহানুর রহমান সোহান বলেন, 'এফডিসির এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা এই এমডিকে আর এফডিসিতে প্রবেশ করতে দেবো না। আমরা আগামীকাল এফডিসির গেইটের সামনে শুয়ে থাকবো। এমডি এফডিসিতে ঢুকতে চাইলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে। আমরা তার কুশপুত্তলিকা পোড়াবো। এমডি পদে যতোদিন তিনি থাকবে ততোদিন আমরা এফডিসিতে কোনো কাজ করবো না।'
এই ঘোষণার সময় এফডিসিতে উপস্থিত ছিলেন সংগঠনগুলোর সদস্যরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন -নিপুন ও মিশা সওদাগর -জায়েদ খান প্যানেল থেকে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়। এতে ইলিয়াস কাঞ্চন সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছে।
এএম/