শিল্পী সমিতি নির্বাচন
ডি এ তায়েবের নির্বাচন বর্জন

চলচ্চিত্র শিল্পী-সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন বর্জন করলেন কাঞ্চন-নিপুন প্যানেলের সহ সভাপতি প্রার্থী ডি এ তায়েব।
শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে পাঁচটায় তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ কথা জানান।
পোস্টে তায়েব লিখেন, 'ভোর পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছে না। এই নির্বাচন আমি বর্জন করলাম।'
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৮ জানুয়ারি)। সকাল ৯টা ১২ মিনিটে শুরু হয়েছিল ভোট গ্রহণ। সমিতির ৪২৮ জন ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছে ৩৬৫। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। কাঞ্চন-নিপুণ, মিশা-জায়েদ।
আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না হলেও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চন সভাপতি জায়েদ খান সাধারণ সম্পাদক
দুয়েকটি অভিযোগ এলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় এফডিসি অঙ্গন।
এএম/এএস
