স্বাস্থ্যের অবনতি, ভেন্টিলেশনে ওস্তাদ রাশিদ খান
ওস্তাদ রাশিদ খান। ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতশিল্পী রাশিদ খান। ‘অতি সঙ্কটজনক’ অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) –এর ভেন্টিলেশনে দেওয়া হয়েছে গায়ককে। রাখা হয়েছে অক্সিজেনের সাহায্যে।
বছরের শেষে কিছুটা আশার আলো দেখা গেলেও মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আচমকাই তার অবস্থার অনেকটা অবনতি হয়। অনেকগুলো দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। বছরের শেষে যদিও তাঁর স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছিল।
চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এর মধ্যে তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। শোনা গিয়েছিল, স্ট্রোকের ফলে তার বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কাও ছিল।
প্রসঙ্গত, বহুদিন ধরেই রাশিদ খানের ক্যানসারের চিকিৎসা চলছিল। সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়লে শহরের বাইরে নিয়ে গিয়ে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। এরপর থেকেই ৫৫ বছর বয়সী এই শিল্পীর একটার পর একটা সমস্যা দেখা দিয়ে থাকে। মাঝে মধ্যেই তার প্লেটলেট নেমে যেত। এরপর কিছুদিন আগে তার স্ট্রোক হওয়ায় স্বাস্থ্যের অবনতি হলে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত ২১ নভেম্বর স্ট্রোক হয় রাশিদ খানের। তখন তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তখন তাকে প্রাথমিক রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হতো। আশঙ্কা করা হচ্ছে শিল্পীর শরীরের বাঁ দিকে পক্ষাঘাত হতে পারে।
উল্লেখ্য, রাশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।