কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্রের জন্য সবার কাজ করা উচিত: বুবলী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। বর্তমান সময়ে চলচ্চিত্রে তার ব্যস্ততার কথা জানালেন ঢাকাপ্রকাশকে। তার সঙ্গে কথা বলে লিখেছেন-এ মিজান
ঢাকাপ্রকাশ: চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আপনার ভাবনা কেমন?
বুবলী: শিল্পী সমিতির নির্বাচন আমার কাছে মনে হয় শৈল্পিক একটা ব্যাপার। আমরা যারা এখানে কাজ করছি আমাদের বাইরেও নির্বাচন নিয়ে দর্শকদের অনেক আগ্রহ আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় উৎসব উৎসব একটা ব্যাপার। এফডিসিতে এ উৎসবমুখর পরিবেশ দেখে ভালো লাগছে।
ঢাকাপ্রকাশ: নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
বুবলী: চলচ্চিত্রে আমার অভিজ্ঞতা অনেক কম। তারপরও সবার কাছে আমার হাম্বল রিকুয়েস্ট, যারা আমার সিনিয়র বড় ভাই আছেন কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্রের জন্য সবার কাজ করা উচিত। আমার বিশ্বাস সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। যারাই বিজয়ী হবেন তাদের জন্য অনেক শুভকামনা। আর যারা জয়ী হতে পারবেন না তাদের জন্যও শুভকামনা। আর বিজয়ীরা চলচ্চিত্রের জন্য কাজ করবেন এটাই আমার প্রত্যাশা।
ঢাকাপ্রকাশ: আপনার পছন্দের কোনো প্যানেল আছে কি?
বুবলী: আসলে একটা কথা আছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেব। এটাতো জাতীয় নির্বাচন না। আমি তো সবাইকে ভোট দিতে পারব না। কাকে ভোট দেব এটা নির্বাচনের দিনই ভাবব। পাল্টাপাল্টি অনেক বক্তব্য আসছে নির্বাচন নিয়ে এটা অনেক ইতিবাচক। কারণ নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ রয়েছে।
ঢাকাপ্রকাশ: এ মুহূর্তে কী কী কাজ নিয়ে ব্যস্ত আছেন?
বুবলী: ‘রিভেঞ্জ’ সিনেমার গানের শুটিং হলো আজ (২৬ জানুয়ারি)। এফডিসিতে বিশাল সেট ফেলা হয়েছে। সবকিছু মিলিয়ে সুন্দর একটি আয়োজনে কাজ হচ্ছে।
ঢাকাপ্রকাশ: এ সিনেমার কাজ শেষ হচ্ছে কবে?
বুবলী: এর কাজ অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে শুটিং বারবার পিছিয়েছে। এখন শুটিং প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের একটা গানের শুটিং বাকি আছে। আশাকরি এর মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। এ সিনেমার গল্পটা একেবারেই ব্যতিক্রম। আমার সহশিল্পী হিসেবে রোশান আছে। সবকিছু মিলিয়ে এ সিনেমা ভালো কিছু হবে।
ঢাকাপ্রকাশ: অন্যান্য সিনেমায় কাজের খবর জানতে চাই-
বুবলী: ‘টান’ সিনেমা ট্রেলার প্রকাশের পর থেকেই অনেক সাড়া পাচ্ছি। ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) চরকিতে এটি মুক্তি পাবে। রায়হান রাফির পরিচালনায় এখানে আমার সহশিল্পী সিয়াম। আমার বিশ্বাস এ ওয়েবসিনেমা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী। আরটিভির ব্যানারে তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় কাজ করছি। এখানে আমার সঙ্গে আছেন নায়ক শাকিব খান। এ ছাড়া ‘কয়লা’ নামে একটি সিনেমা শেষের দিকে। সাইফ চন্দনের পরিচালনায় এখানে আমার সঙ্গে আছেন নিরব। সৈকত নাসিরের পরিচালনায় তালাশ নামে একটি সিনেমা আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। এখানে আমার সঙ্গে আছেন আদর আজাদ ও র্যাম্প মডেল আসিফ। বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আশাকরি সিনেমাগুলো সবার ভালো লাগবে। সামনে ‘মায়া’ নামে একটি নতুন সিনেমায় কাজ করব। মাল্টিকাস্টিং একটি সিনেমা হবে এটা। এখানে সাইমন ভাই, নিরব ভাই ও রোশান আছেন।
ঢাকাপ্রকাশ: শাকিব খানের সঙ্গে সিনেমায় আপনার যাত্রা শুরু হয়েছিল। এখন আপনি অনেকের সঙ্গেই জুটিবেঁধে কাজ করছেন। কাজের অভিজ্ঞতা কেমন?
বুবলী: দেশসেরা নায়ক শাকিব খানের সঙ্গে সিনেমায় আমার সূচনা হয়েছিল। তার সঙ্গে কাজের অনুভূতি দারুণ। আর একজন্য শিল্পীর সবার সঙ্গে কাজ করা উচিত। সেই জায়গা থেকে অন্যদের সঙ্গে যখন আমি কাজটা শুরু করি তখন আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। অন্যদের সঙ্গে দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। এজন্য দর্শকদের ধন্যবাদ।
এএম/এসএন