শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক: জায়েদ খান

জায়েদ খান ও সাদিকা পারভিন পপি। ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর ধরে অন্তরালে রয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল বিয়ে করে সংসার করছেন তিনি। তবে সেই গুঞ্জন অবশেষে পর্যন্ত সত্যি হলো। হঠাৎ করেই বেরিয়ে আসে নায়িকার গোপন সংসার ও সন্তান জন্মের খবর।

জানা গেছে, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তার বিয়ের খবর ও সন্তান জন্মের খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ্যে আসে।

সাদিকা পারভিন পপি

 

পপির স্বামী ও সন্তান প্রকাশ্যে আসার বিষয়ে গণমাধ্যমে নায়ক জায়েদ খান বলেন, এটি নিয়ে আমার আর কিছু বলার নেই। মানুষ ক্লিয়ার হয়ে গেছে। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ। অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি। মূল কথা হলো- আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে।

জায়েদ খান

পপির পারিবারিক সূত্রে জানা গেছে, পপি তার সন্তানের নাম রেখেছেন আয়াত। তার সন্তানের বয়স দুই বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তার রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা পরিবর্তন করেন। এটি পপির প্রথম বিয়ে হলেও তার স্বামীর দ্বিতীয় বিয়ে। আদনানের প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে।

Header Ad
Header Ad

ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

প্রতীকী ছবি

ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন মাহমুদ। তবে পথ শেষ হওয়ার আগেই তাদের প্রেমের গল্প শেষ হলো ট্র্যাজেডিতে। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রেমিক মাহমুদের।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ডেমরায় সুলতানা ব্রিজের ওপর মালবাহী কন্টেইনারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মাহমুদ বাবু ও তনিমা আহত হন। পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান মাহমুদ।

নিহত মাহমুদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামে। বাবার নাম বোরহান উদ্দিন ব্যাপারী।

নিহতের ভাই আরাফাত হোসেন শাওন জানান, ঢাকার মিরপুরে থাকতেন মাহমুদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার প্রেমিকার বাসা রামপুরা এলাকায়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়েন। দুজনের বিয়ের কথা চলছিল। শুক্রবার সকালে তারা মোটরসাইকেলে বেড়াতে বের হন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বিশ্বাস বলেন, বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ২টার দিকে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সঙ্গে থাকা তরুণী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মাহমুদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Header Ad
Header Ad

শবে বরাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, পাপ মোচনের আকুতি

শবে বরাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, চলছে ইবাদত। ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ‘লায়লাতুল বরাত’ বা শবে বরাত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর থেকে মুসলিম উম্মাহ পবিত্র শবে বরাত পালন করছেন। অনেকেই সারারাত ইবাদত বন্দেগিতে কাটাবেন। পবিত্র এ রজনী পালন চলবে সূর্যোদয়ের আগ পর্যন্ত।

সারারাত নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরসহ অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে মহান আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টায় ব্যস্ত থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন রাতের শেষ প্রহরে।

মসজিদ ছাড়াও বাড়িতে থেকে নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত করছেন অনেকে। অনেকে আবার কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করবেন।

এদিকে শবে বরাত উপলক্ষে পাড়া-মহল্লাগুলোতে উৎসবের অমেজ তৈরি হয়েছে। মাংস, হালুয়া, রুটিসহ নানান উপাদেয় খাবার তৈরি হয়েছে বাড়িতে বাড়িতে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হচ্ছে এসব খাবার। ওয়াজ মাহফিলের আয়োজনও দেখা যাচ্ছে অনেক জায়গায়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই মসজিদে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত হতে থাকেন। ইবাদতের পাশাপাশি চলছে এ রাতের ফজিলত ও বিশেষত্ব নিয়ে আলোচনা।

পবিত্র এ রাতকে উপলক্ষ করে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত বিভিন্ন আয়োজন রাখা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব আয়োজন করেছে। এর মধ্যে বাদ মাগরিব পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারি গোলাম মোস্তফা। এরপর হামদ ও না’তে রাসুল (সা.) পরিবেশন করে সাইমুম শিল্পীগোষ্ঠী।

পরবর্তী আয়োজন হিসেবে ছিল, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের শিক্ষা ও করণীয় সম্পর্কে আলোচনা। আলোচনা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়া শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।

এশার নামাজের পর শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের শিক্ষা ও করণীয় সম্পর্কে আরও আলোচনা করেন চরমোনাই আহসানাবাদ রসিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এরপর ব্যক্তিগত নফল ইবাদত ও জিকিরের পর রাত আড়াইটায় নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।

আলোচনা শেষে আবারও ব্যক্তিগত নফল ইবাদত ও জিকিরের পর ফজরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। নামাজ শেষে আখেরি মুনাজাত পরিচালনা করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী।

Header Ad
Header Ad

যারা গণহত্যা চালায় তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই: শাকিল উজ্জামান

পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদ দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। ছবি: ঢাকাপ্রকাশ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান বলেছেন, আওয়ামী লীগ এ দেশে ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে। যারা গণহত্যা চালায় তাদের এ দেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার নির্যাতনের কাহিনি জাতিসংঘের মানবাধিকার সপ্রতিবেদনে উঠে এসেছে। আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিচার করতে হবে। সে বিরোধী দলের নেতাকর্মীদের আয়নাঘরে বছরের পর বছর নির্যাতন করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত গণঅধিকার পরিষদ (জিওপি) উপজেলার শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা প্রসঙ্গে শাকিল উজ্জামান বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অলিখিত একটি অঙ্গরাজ্য বানিয়েছিল। সে ছিল ভারতের সোনার ডিম পাড়া হাঁস। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা যখন পালিয়ে গেল তখন বাংলাদেশকে নিয়ে ভারত নানা ষড়যন্ত্র করছে। এই স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিবাদের দ্বারা গণঅধিকারের পরিষদের অনেক নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে।

শাকিল উজ্জামান বলেন, পালিয়ে থেকে শেখ হাসিনার প্রেসক্রিপশনে দেশে এখনো আওয়ামী দোসররা যেখানে ছিল তারা এখনো বিভিন্নভাবে অপপ্রচার বলেন, দেশকে একটা নৈরাজ্য করার চেষ্টা করে যাচ্ছে। তাই আমরা বলতে চাই, এ দেশে ছাত্র-জনতা ও শ্রমিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারকে যেভাবে হঁটিয়েছ এখনো যদি কেউ ফ্যাসিবাদে অবতীর্ণ হয় তাদেরকেও সেইভাবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে হঁটাবে।

বলেন, খুনি হাসিনার দোসররা রাতের আঁধারে চোরাগোপ্তা মিটিং করে। আমরা যখন এগুলো নিয়ে কথা বলা শুরু করলাম তারপরে কিন্তু সরকার এই খুনি আওয়ামীদের ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন নামে একটা কর্মসূচি শুরু করেছে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক ডেভিল বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে। তারা উসকানিমূলক কাজ করছে। তাদের থাকা জায়গা কিন্তু কারাগারে। তারা কেন এখনও ঘুরে বেড়াবে?

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সহ-সভাপতি রুবেল খান, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম তরুন, মসিউর রহমান, রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সরকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় খান প্রমুখ। এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে
শবে বরাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, পাপ মোচনের আকুতি
যারা গণহত্যা চালায় তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই: শাকিল উজ্জামান
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার
চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ভালোবাসা দিবসে প্রেমিকার ছবি প্রকাশ করলেন পঁচাত্তর বয়সী কবীর সুমন!
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধরের অভিযোগ, গ্রামবাসীর ধাওয়ায় পালাল বিএসএফ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার
নওগাঁর মান্দায় আগুনে পুড়লো ১৪ দোকান
পাকিস্তানে শ্রমিকবাহী ট্রাকে বোমা বিস্ফোরণ, নিহত ১১
শবে বরাতের ফজিলত ও গুরুত্বপূর্ণ ৪ আমল
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৬
গোলাপের তোড়ায় প্রেমের অনুভূতি, বসন্তের উষ্ণতায় সেজেছে শহর (ভিডিও)
বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট
আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
এত হত্যাকাণ্ডের পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই: রিজভী
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, জেনে নিন কে কত পাবে
টাঙ্গাইলে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক গ্রেফতার
ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্র ফ্রন্টের পোস্টারিং, তুলে ফেলেছে প্রশাসন
অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে