এফবিআই : মোস্ট ওয়ানটেডের প্রধান চরিত্র হচ্ছেন ডায়ান ম্যাকডারমট
ডায়ান ম্যাকডারট ‘এফবিআই : মোস্ট ওয়ানটেড’র মূল চরিত্রে অভিনয়ে রাজি হয়েছেন। তিনি সিবিএসের অপরাধ বিষয়ক সিরিয়াল নাটকটির জন্য সময় দিয়ে দিয়েছেন। জুলিয়ান ম্যাকমাহন দুই দিন আগে শোটি থেকে তার বেরিয়ে যাবার ঘোষণা দেবার পর তিনি এসেছেন। তিনটি সেশন তাতে ম্যাকমাহন অভিনয় করেছেন।
লস অ্যাঞ্জেলস থেকে ডেডলাইনের তথ্যানুসারে, ম্যাকডারমট সিরিজটিতে অভিষেক ঘটাবেন চলমান তৃতীয় সেশনের এপিসোড বা পর্ব ১৭তে। সেটি প্রচারিত হবে এপ্রিলে। তার চূড়ান্ত উপস্থিতি এই শোতে হবে ৮ মার্চ। তার চরিত্রটির বিস্তারিত ঢেকে রাখা হয়েছে। তবে একটি নতুন চরিত্রে আসবেন এফবিআই : মোস্ট ওয়ানটেডে।
এর নিবার্হি প্রযোজক ডিক উলফ, পিটার জান্কওস্কি, ডেভিড হুডিগইন্স, টড এরনাউ ও আর্থার ডব্লু ফোরনে।
বিরাট এই সিরিজটি হচ্ছে উলফ এন্টারটেইনমেন্ট, ইউনিভার্সাল টেলিভিশন ও সিবিএস স্টুডিও থেকে।
মার্কিন অভিনেতা ডায়ান ম্যাকডারমট ‘ববি ডোনেল’ নামের চরিত্রটির জন্য বিখ্যাত। এটি ‘দি প্র্যাকটিস’ নামের টিভি সিরিজে ছিল। এর জন্য তিনি 'গ্লোন্ডেন গ্লোব অ্যাওয়ার্ড' জিতেছেন একজন অভিনেতার সেরা কর্মক্ষমতা (বেষ্ট পারফরমেন্স) একটি টেলিভিশন সিরিজ-নাটক শাখা’য় ১৯৯৯ সালে।
তার আগে চরিত্রটি তিনটি সেশনে করা জুলিয়ান ম্যাকমাহন অষ্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের ছেলে। তিনি অষ্ট্রেলিয়ান-আমেরিকান অভিনেতা, মডেল। এফবিআই : মোস্ট ওয়নিটেড’ও তাকে তুমুল খ্যাতি এনে দিয়েছে।
সূত্র : পিটিআই; ওএস।