মৃদু উপসর্গগুলোসহ কভিড-১৯ পজিটিভ চিরঞ্জীভ
সুপারস্টার চিরঞ্জীভ আজ বুধবার জানিয়েছেন যে, তিনি কভিড-১৯ রোগের পরীক্ষায় পজিটিভ হয়েছেন ও বাড়িতে হোম কোয়ারান্টিনে আছেন।
৬৬ বছর বয়সের অভিনেতা খবরটি দিয়েছেন টুইটারে। তাতে তার ভক্তদের আরো জানিয়েছেন, তিনি কভিড উত্তর রোগনির্ণয়ে ‘মৃদু উপসর্গগুলোর’ অভিজ্ঞতাও গ্রহণ করছেন।
চিরঞ্জীভ টুইট করেছিলেন, ‘প্রিয় সবাই, ঝুঁকি এড়ানোর জন্য আগেই সব সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণের পরেও আমি গতকাল রাতে মৃদু উপসর্গগুলোসহ পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ হয়েছি ও এরপর থেকে বাড়িতে কোয়ারান্টিন করছি। যারা গেল কয়েকদিনে আমার সান্নিধ্যে এসেছেন, তাদের সবাইকেও টেস্ট করাতে আমি অনুরোধ করছি। আপনারা সবাই ফিরে আসবেন, সেই অপেক্ষা করতে পারছি না।’
এর আগে কাজের ক্ষেত্রে হায়দরাবাদ নির্ভর এই তারকা তার সাম্প্রতিক ‘আচার্য’ ছবিটি মুক্তি উপলক্ষে যন্ত্রের মতো কাজ করছিলেন। তবে ছবিটির মুক্তি সারা দেশ জুড়ে করোনাভাইরাস কেসগুলো ব্যাপক হারে বেড়ে যাওয়ায় স্থগিত হয়ে গিয়েছে।
এই ছবির পরিচালক কোরাতলা সিভা, এটিও তেলেগু ভাষার ছবি। আগামী মাসের ৪ তারিখে মারামারির ছবিটি ভারতের দেশজুড়ে ছড়ানো সিনেমা হলগুলোতে মুক্তি দেবার সব কাজ সম্পন্ন হচ্ছিল।
ভারতের সুপারস্টার, সাবেক রাজনীতিবিদ চিরঞ্জীভ প্রধানত তেলুুগু ছবিতে অভিনয় করেন। এই পর্যন্ত ১৫০টির বেশি তেলেগু ছবিতে অভিনয় করেছেন। তিনি প্রজা রাজ্যম পাটির প্রতিষ্ঠাতা। ২০০৯ সালে দলটি ১৮টি আসন লাভ করেছে। ২০১১ সালে চলে যান জাতীয় কংগ্রেসে। ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয় বছর অন্ধ্র প্রদেশের রাজ্যসভার সদস্য ছিলেন। ২০১২ থেকে দুই বছর পর্যটন মন্ত্রণালয়ে স্বাধীন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মুম্বাই, ২৬ জানুয়ারি (পিটিআই); ভারত : ওএস।