বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নিকিতা গান্ধীর কনসার্টে পদদলিত হয়ে ৪ শিক্ষার্থীর মৃত্যু

গায়িকা নিকিতা গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়িকা নিকিতা গান্ধীর কনসার্টে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। কেরালায় প্রিয় শিল্পীর গান শুনতে গিয়ে পদদলিত হয়ে চার শিক্ষার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

গণমাধ্যমটি জানিয়েছে, কনসার্ট চলার সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে অন্তত ৬০ ব্যক্তি আহত হয়েছেন।

এ দিন কোচি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ও টেকনোলজি বিভাগের উৎসব চলছিল। সেখানেই গান গাইতে যান নিকিতা। গান শুনতে প্রচুর শিক্ষার্থী হাজির হয়েছলেন। একসময় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। আর বেশ কয়েকজন পদপিষ্ট হন। ঘটনায় যে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে বলেই খবর।

গায়িকা নিকিতা গান্ধী

 

ভিড়ের মধ্যে নাকি অন্তত ১৫ জন পড়ুয়া জ্ঞান হারিয়েছেন! কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, আহত পড়ুয়াদের কাছের কালামাসেরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে ঘটনা খতিয়ে দেখবে কেরালার পুলিশ। তবে আপাতত আহত শিক্ষার্থীদের ওপরই বেশি নজর দেওয়া হচ্ছে।

Header Ad
Header Ad

ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনে ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা সদস্য হিসেবে রয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, প্রথম ধাপে চারটি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দিয়েছে। দ্বিতীয় ধাপে ঐ সুপারিশমালার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়ন করা হবে এবং চতুর্থ ধাপে বাস্তবায়নের কাজ শুরু হবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। তবে, হস্তান্তর করা চারটি সুপারিশমালায় কিছু পুনরাবৃত্তি ও সংশোধন প্রয়োজন থাকায় কমিশনগুলো ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। এর আগেই সুপারিশ চূড়ান্ত হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আলোচনা শুরু হতে পারে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Header Ad
Header Ad

সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রে ১৮টি এবং হল সংসদে ২২টি সংস্কার প্রস্তাবসহ মোট ৩৭৭টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এসব সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পর ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

তিনি বলেন, "ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র রেখে ছাত্রদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।"

এ বিষয়ে তিনি আরও জানান, চব্বিশ পরবর্তী ডাকসু নির্বাচনে ছাত্রদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটার তালিকা, কার্যাবলি, উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী পরিষদের সংস্কারের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি।

 

ছবি: সংগৃহীত

তাছাড়া, ডাকসুর গঠনতন্ত্রে নারী সহ-সভাপতি এবং সহ-সাধারণ সম্পাদক পদ সৃষ্টি ছাড়াও পাঁচটি নতুন সম্পাদক পদের সংযোজনের সুপারিশ করেছে ছাত্রদল।

সংবাদ সম্মেলনে নাহিদুজ্জামান শিপন বলেন, "আমরা চাই ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া হবে সবার জন্য সমান সুযোগদানের ক্ষেত্র। তাই এসব সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি সম্ভব নয়।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এসব প্রস্তাবনার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

 

Header Ad
Header Ad

বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ের সীমান্ত সম্মেলন বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই সম্মেলনে অংশ নিতে ভারতের বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী এবং যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদের শুভেচ্ছা জানান। বেনাপোল আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ দলটিকে ফুল দিয়ে বরণ করা হয়। একইভাবে বিএসএফের পক্ষ থেকেও বিজিবি দলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সীমান্তে শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজিবির খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. খসরু রায়হান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন
সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল
বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
অনশনরত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দিলো চার সংস্কার কমিশন
পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
ছাগল মতিউরকে ধরা হয়েছে, অন্যদেরও খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪৫০ মেট্রিক টন চাল আমদানি
সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়ে যা জানা গেল
মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল, সম্পাদক আবু জাফর
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই