বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

দুই বছরের চুক্তিতে বিয়ে করলেন মৌসুমী !

ছবি:সংগৃহীত

ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। তবে আগের মতো নিয়মিত না-হলেও মাঝে মাঝে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন জনপ্রিয় এই চিত্রনায়িকা। তিন দশকের অভিনয় জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন তিনি। সম্প্রতি তিনি আমেরিকা গিয়েছেন।

আমেরিকায় আগে থেকে অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সেখানে (১৮ নভেম্বর) আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল ৩টা ৪০ মিনিটে দুই বছরের চুক্তিতে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী। তবে তা বাস্তবে নয়। এটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য। ‘কন্টাক বিয়ে’ নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকাতে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর। আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকা।

অসহায় মানুষের সহায়তা করা ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটস-এর তত্ত্বাবধানে এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।

সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্রকে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। আমেরিকাতে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্যে আমাদের দেশের মেয়েরা দুই বছরের কন্টাক বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ-আমেরিকার বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।


হাসান জাহাঙ্গীর সম্প্রতি আমেরিকাতে গোল্ডেন এইজ হোম কেয়ারের বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এতে জাহাঙ্গীর অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াতের সঙ্গে।

 

Header Ad
Header Ad

গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি

ছবি: সংগৃহীত

গাজা ও রাফায় ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। একইসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয়ভাবে একটি র‌্যালির আয়োজন করেছে দলটি।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় র‌্যালি শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। র‌্যালিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘদিন পর আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির পাশাপাশি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা গতকাল দিনভর প্রস্তুতি সভায় অংশ নেন। এই কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দায়িত্বশীল নেতাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত সভায় ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড এবং সংশ্লিষ্ট ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। দক্ষিণ মহানগর বিএনপিও একইভাবে যৌথ সভা করে কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নেয়। নেতাকর্মীরা পাড়া-মহল্লায় মাইকিং করে জনসাধারণকে র‌্যালিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “ইসরায়েলের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ— কেউই রেহাই পাচ্ছে না। বাড়িঘর ধ্বংসের পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এই বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানাতেই আমরা এই কর্মসূচি পালন করছি।”

ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাতে বিএনপির আজকের কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের ভেতরে এসে পড়েছে। লক্ষ্য ছিল ইসরায়েল, তবে মাঝপথেই সেটি সৌদিতে পড়ে যায় বলে জানিয়েছে ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু ও টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়েছে।

আনাদোলু জানিয়েছে, বুধবার ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে এসে পড়ে। ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কেএএন জানায়, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হলেও তা সৌদি আরবের মাটিতে পড়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল— যা সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল— তা সৌদি আরবের অভ্যন্তরে গিয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করলেও তা কোনো হুমকি সৃষ্টি করেনি বলে সতর্কতা সাইরেনও বাজানো হয়নি।

এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব কিংবা হুথি গোষ্ঠীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলে রেখে নিজেদের দেশের বৈধ বাহিনী হিসেবে দাবি করে আসছে। ২০২৩ সাল থেকে হুথিরা লোহিত সাগর ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজ ও ইসরায়েল লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে।

হুথি গোষ্ঠী বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতেই এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

Header Ad
Header Ad

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী

ছবি: সংগৃহীত

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৮ এপ্রিল) রাতে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার ছেরাদ্বীপের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। একইসঙ্গে মানবপাচারকারী চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোস্টগার্ডের দায়ের করা মামলার সূত্র ধরে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে টহলরত অবস্থায় একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে সেটিকে অনুসরণ করে রাত সাড়ে ৮টার দিকে ছেরাদ্বীপের পূর্ব পাশে আটক করা হয়।

বোটে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃতদের মধ্যে ৪২ জন বাঙালি পুরুষ এবং ১৬৭ জন রোহিঙ্গা রয়েছেন। রোহিঙ্গাদের মধ্যে ৬৭ জন পুরুষ, ৭২ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।

এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মানবপাচারের এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি
ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী
পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪
শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প
রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই চাঁদাবাজ নিহত
সাবেক মেয়র তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন
টাঙ্গাইলে ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধদের নামাজ আদায়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান
ভারতে ৫ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী
বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত
২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
১৬২ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
বিমানে সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল যাত্রী!
এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার
আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি
দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করা হবে: গভর্নর
গুলশানের এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএনসিসি
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের জবাবে ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা করল চীন