বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নতুন প্রেমে সোহানা সাবা, কে সেই প্রেমিক

অভিনেত্রী সোহানা সাবা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রেমে পড়েছেন অভিনেত্রী সোহানা সাবা। সম্প্রতি ‘অসম্ভব’ নামে তার একটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রশংসিত হয়েছে তার অভিনয়। এমন সময় জানালেন, নতুন প্রেমে পড়েছেন তিনি। এই মুহূর্তে যার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। তাকে কিছু ছাড়া কিছুই ভাবতে পারছেন না এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা বলেন, ‘এই জীবনে অনেকেই আমার প্রেমে পড়েছেন। কিন্তু আমি পড়েছি এমন কোনো নজির নেই। এমনকি আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল তিনিও ৯ মাস আমার পেছনে ঘুরেছিলেন। এটা বলতে দ্বিধা নেই, আমার জীবনে লাভ অ্যাট ফার্স্ট সাইট যার সঙ্গে হয়েছে তার সঙ্গেই আমি এই মুহূর্তে সম্পর্কে আছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘মানসিকভাবে আমরা দুজন জীবন গোছানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তার সঙ্গে আজীবন থাকতে চাই। এ রকম ভালো মানুষের সঙ্গে যে কেউ থাকতে চাইবে। আমি তাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না। সে আমার প্রেমে পড়েছে কি না তা জানি না। কিন্তু আমি তাকে প্রথম দিন দেখেই প্রেমে পড়ে যাই। এটা বলা যেতে পারে, স্বপ্নময় প্রেমে পড়া। স্বপ্নময়ভাবে তার সঙ্গে সম্পর্কে থাকা।’

অভিনেত্রী সোহানা সাবা

 

উল্লেখ্য, ২০০৯ সালে নির্মাতা মুরাদ পারভেজকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী সোহানা সাবা। তাদের ঘরে এক সন্তানের জন্ম হয়। কিন্তু বনিবনা না হওয়ায় ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে একাকি জীবনযাপন করছেন সাবা। নিজেকে সামলে কয়েক বছর ধরে সরব হয়েছেন অভিনয়ে।

ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটকে অভিনয় করলেও কবরী পরিচালিত ‘আয়না’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সাবার। এর পর তার বেশ কিছু সিনেমা মুক্তি পায়। কলকাতার একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি দেশে কাজ করেছেন আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমায়।

Header Ad
Header Ad

শিশু আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে রাজধানীর সিএমএইচ-এ মৃত্যুবরণ করা আট বছরের শিশু আছিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর তার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে জানাজা শেষে দাফন করা হয়।

এর আগে, শিশুটির মরদেহ সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করে। এরপর মরদেহ গ্রামে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।

উল্লেখ্য, শিশুটি গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গেলে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। এরপর তাকে মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সিএমএইচ-এ নেওয়া হয় এবং সেখানে দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তরা হলেন- শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) এবং মা জাবেদা বেগম (৪০)। তাদের সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Header Ad
Header Ad

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মার্চ চীনের বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রধান।

মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে রফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূসের চীন সফরের সূচি অনুযায়ী, ২৬ মার্চ বিকালে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। ২৭ মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন এবং ভাষণ প্রদান করবেন। একই দিনে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক করার সম্ভাবনা রয়েছে।

২৮ মার্চ ড. ইউনূস বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। পরের দিন, অর্থাৎ ২৯ মার্চ সকালে ড. ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং রাতেই তার বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উচ্চপর্যায়ের এই সফরে আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো কাজ করছে। সফর সম্পর্কে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় শীঘ্রই একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে।

এছাড়া, আসন্ন আলোচনার জন্য বাংলাদেশের এজেন্ডা নির্ধারণে চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Header Ad
Header Ad

‘২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম।

ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে তিনি জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে। এজন্য আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

এর আগে, রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বলেছিল যে, আওয়ামী লীগ সরকারের আমলে পরিসংখ্যান নিয়ে কারসাজি করা হয়েছে এবং বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করবে কি না তা নিয়ে তারা ‘ভাবছে’। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীও বলেছিলেন, এলডিসি থেকে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার।

তবে একদিনের ব্যবধানেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ঘোষণা দেয়। উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৫ সাল থেকে জাতিসংঘের এলডিসি তালিকায় ছিল এবং ২০১৮ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় বর্তমানে ২,৭৪৯ ডলার, যা উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের প্রয়োজনীয় আয় ১,২৩০ ডলারের চেয়ে অনেক বেশি। মানব সম্পদ সূচকে ২০১৮ সালে বাংলাদেশের পয়েন্ট ছিল ৭২, যা উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের মানদণ্ড ৬৪-এর চেয়ে বেশি।

২০২১ সালের ২৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করা হয়। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত সিডিপির বৈঠকে জানানো হয়, বাংলাদেশই একমাত্র দেশ যা টানা তিনটি মূল্যায়নে সব সূচকে পাস করেছে।

উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে ২০২৬ সালের পর ইউরোপের রপ্তানি বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা আর পাওয়া যাবে না। তবে, অন্তর্বর্তী সরকার এলডিসি থেকে উত্তরণে আসা চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিশু আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস
‘২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে’
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার
শুক্রবার থেকে বন্ধ হচ্ছে দেশের সব পর্ন ওয়েবসাইট
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে যা বলল হামাস
গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরতর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীসহ সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা
আছিয়ার মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে
ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল
ধর্ষণের হুমকি পেলেন ভাইরাল কন্যা ফারজানা সিঁথি, অতঃপর...
যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
নওগাঁ মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্র বন্ধ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি
চুয়াডাঙ্গায় ১ লাখ ৪৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল
টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধু সেনানিবাস ও বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র নাম পরিবর্তন
নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল
বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয়
হিন্দি ভাষায় দুটি রবীন্দ্রসঙ্গীত গাইতে ৩ কোটি টাকা চাইলেন অরিজিৎ সিং