‘পুষ্পা’ পাল্টে দিয়েছে আল্লু অর্জুনের ভাগ্য

‘পুষ্পা–দ্য রাইজ’ সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। এই সিনেমার সুবাদে ইনস্টাগ্রাম প্রোফাইলের অনুসারীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনই পারিশ্রমিকও বেড়েছে। এই সিনেমাতে কাজ করতে যেখানে তিনি নিয়েছিলেন ৩০ কোটি রুপি, সেখানে নতুন কাজের জন্য তার কাছে প্রস্তাব এসেছে ১০০ কোটির!
এনডিটিভির খবরে জানানো হয়, আল্লু অর্জুন ভারতীয় চলচ্চিত্রে দামি অভিনেতা হতে চলেছেন। দক্ষিণী পরিচালক আটলির পরবর্তী সিনেমায় এই আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।
এদিকে, বক্স অফিস দেড় মাস হতে চলল, তবুও থামছে না সিনেমাটির আয়। ছবিটির বর্তমান আয় ৩৪৫ কোটি রুপি।
‘পুষ্পা’ পরিচালনা করেছেন সুকুমার। আল্লুর সঙ্গে আছেন রাশ্মিকা মান্দানা। দক্ষিণ ভারতের রক্ত চন্দনের চোরাচালান নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প।
এসএ/
