আবারও বাংলাদেশের সিনেমায় গাইবেন বলিউডের অরিজিৎ সিং
ছবি সংগৃহিত
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। নিজ দেশের গণ্ডি পেরিয়ে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ঢাকাই সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন বলিউডের এই প্লেব্যাক গায়ক। ফের বাংলাদেশি সিনেমায় গাইবেন নন্দিত এই শিল্পী। ‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ শিরোনামের সিনেমায় গাইবেন বলে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মো. জাকারিয়া মাসুদ।
এ প্রসঙ্গে পরিচালক বললেন, ‘সিনেমার একটি গান রয়েছে, যে গানটি ভারতের শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চাইছিলাম। কিন্তু তাঁর সঙ্গে কথা না বলে সেটা নিশ্চিতও করতে পারছিলাম না। সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগিরই ভারতে গিয়ে তাঁর সঙ্গে চুক্তিস্বাক্ষর করব।’
‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমাটি প্রযোজনা করছে জেএম ফিল্মস। মো. জাকারিয়া মাসুদের পরিচালনায় জেএম ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে টাইটেল গানের রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে সিনেমাটির কার্যক্রম শুরু হয়েছে। আর নায়ক-নায়িকা হিসেবে থাকতে পারে নতুন কোনো মুখ।
জানা গেছে, আগামী মাস থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এর আগে গানগুলো রেকর্ডিং শেষ করা হবে। এরই মধ্যে শেষ করবে শিল্পীদের সাইনিংয়ে কাজ।
এর আগে বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় গান গেয়েছিলেন অরিজিৎ সিং। শিরোনাম ছিল ‘টুপ টাপ’। গানের কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সংগীত করেছেন অরিন্দম। গানটিতে অরিজিৎ সিংয়ের সহশিল্পী ছিলেন ভারতের সোমলতা।
সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, মাটি ও মানুষের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছি। এ সিনেমায় দেশের বাহিরে অনেক ভারতীয় শিল্পী অভিনয় করবেন।