মিউজিয়ামে নায়করাজের ব্যবহৃত জিনিসপত্র
কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের জন্মদিন রোববার (২৩ জানুয়ারি)। জন্মদিনের বিশেষ কোনো আয়োজন না করলেও এবার নতুন খবর দিলেন প্রয়াত এই নায়কের ছোট ছেলে সম্রাট। তিনি জানালেন, নায়করাজের ব্যবহৃত জিনিসপত্র স্থান পাচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে। ইতোমধ্যেই তা হস্তাস্তরও করা হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) পরিবারের পক্ষ থেকে অভিনেতা সম্রাট নায়করাজ রাজ্জাকের ব্যবহৃত ব্লেজার, চশমা, পাঞ্জাবি ও ক্যাপ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য হস্তান্তর করেন। এসব সামগ্রী গ্রহণ করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল, সহকারী পরিচালক মনিরুজ্জামান, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম, গবেষক ও লেখক মীর শামসুল আলম বাবু।
আরও পড়ুন: নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ
এ সম্পর্কে সম্রাট বলেন, ‘আব্বুর জন্মদিন মানেই ছিল মহা-আয়োজন। কিন্তু এখন শুধুই শূন্যতা। করোনার কারণে পারিবারিকভাবে কোনো আয়োজন করা হচ্ছে না। তবে পরিবারের পক্ষ থেকে ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে রাখার জন্য আব্বুর ব্যবহৃত কিছু সামগ্রী দিয়েছি। আর্কাইভের এ উদ্যোগটি বেশ প্রশংসনীয়।’
২০২০ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের দ্বিতীয় তলায় ফিল্ম মিউজিয়াম স্থাপন করা হয়। যেখানে এরই মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, শ্রুতি রেকর্ডিং স্টুডিও, চিত্রগ্রাহক এমএ সামাদ, সালাউদ্দিন, অভিনেত্রী সুলতানা জামান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, অভিনেতা আজিম, অভিনেত্রী সুজাতাসহ বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বদের ব্যবহৃত দ্রব্যাদি ও যন্ত্রপাতি।
এএম/এমএসপি