হাসপাতালে ভর্তি অভিনেতা তুষারের অবস্থা শঙ্কটাপন্ন

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা তুষার খান। ফুসফুসে সংক্রমণের কারণে অবস্থা খারাপ হওয়ায় (২২ জানুয়ারি) হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
তুষার খানের অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।
তিনি জানান, ‘তুষার ভাই গত ১০ দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। তিনি করোনায় আক্রান্ত। অবস্থা খানিকটা খারাপ হওয়ায় গতকাল (২২ জানুয়ারি) রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুষার ভাইয়ের ফুসফুস সংক্রমিত হয়েছে। কাঁশি আছে। কথা বলতেও সমস্যা হচ্ছে।’
জানা যায়, তুষার খানের ফুসফুসে ৫০ শতাংশেরও বেশি সংক্রমণ হয়েছে। এ কারণে তিনি স্বাভাবিক অক্সিজেন নিতে পারছেন না। শিল্পী সংঘের পক্ষ থেকে তার জন্য দোয়া ও শুভাশিস চাওয়া হয়েছে।
এএম/এসআইএইচ
