মঞ্চে সংগীতশিল্পী নোবেলের মাতলামি, জুতা ছুড়লেন দর্শকরা
সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কাণ্ডের জেরে সমালোচনার মুখে পড়েছেন। এবার তার বিরুদ্ধে মঞ্চে মাতলামির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারে তার দিকে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০তম বর্ষপূর্তি উদযাপন করতে নোবেলকে আমন্ত্রণ জানানো হয়। রাত ৯টার দিকে মঞ্চে নোবেলের গান পরিবেশনের কথা ছিল। কিন্তু তিনি রাত ১১টা ২০ মিনিটে মঞ্চে উঠেন। মঞ্চে উঠে নোবেল তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রেখে বলেন, 'দ্বিতীয়বার কুড়িগ্রাম আসলাম। এর আগে এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা হয়নি। সুদূর ইন্ডিয়ার বর্ডার লাইন থেকে গেছিলাম। তোমাদের কারও সঙ্গে দেখা হয়নি। এবার দেখা হলো আলহামদুলিল্লাহ।' এই আমার চশমাটা কই বলে চিৎকার করেন তিনি। পরে চশমা পেয়ে চোখে পড়ে 'সে যে আমার জন্মভূমি' গান পরিবেশন করেন। এসময় নোবেল মাইক্রোফোন স্ট্যান্ড আছড়িয়ে ভেঙে ফেলেন।
এরপর তিনি স্টেজে দু’পা তুলে প্যারেড করার মতো করে পরনের প্যান্ট দু’হাত দিয়ে ঠিক করে 'কারার ঐ লৌহ কপাট' গান ধরেন। গান গাওয়ার একপর্যায়ে মাতলামি শুরু করেন তিনি। মাতলামি করতে করতে বসে পড়েন নোবেল। তার এমন মাতলামিতে ক্ষেপে যান উপস্থিত দর্শক-স্রোতারা। তারা তার দিকে পানির বোতল ও জুতা ছুড়ে মারেন। পরে আয়োজক কমিটি তাকে মঞ্চ থেকে সরিয়ে নেয়।
এ বিষয়ে সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান জানান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতের সাংস্কৃতিক পর্বে মূল আকর্ষণ মাইনুল ইসলাম নোবেল মদ খেয়ে মাতলামি করে আয়োজক কমিটির হাড়ভাঙা পরিশ্রম ও লাখ লাখ টাকার সাজানো-গোছানো অনুষ্ঠান পণ্ড করে দিল।
আয়োজক কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, বৃহস্পতিবার রাতে মঞ্চে উঠে ভালোভাবে গান পরিবেশন করতে না পাড়ায় দর্শকদের ক্ষোভের মুখে পড়েন নোবেল। পরে তাৎক্ষণিক মঞ্চের দায়িত্বে থাকা লোকজন তাকে মঞ্চ থেকে নামিয়ে নেন। এ কারণে অনুষ্ঠানটি পণ্ড হয়।
এসজি