আসছে ‘গ্ল্যাডিয়েটর ২’, নেই রাসেল ক্রো
রাসেল ক্রো নিজে যখন বিশ্বকে কাঁপিয়ে দেওয়া ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমায় তার অভিনয়ের কথা ভাবেন, তখন তিনি দেখেন যে, এই সিনেমাটিই তার অভিনয়ের পেশাজীবনটি গড়ে দিয়েছে। সিনেমাটি ২০০০ সালে মুক্তি পেয়েছিল।
অস্ট্রেলিয়ান এই অভিনেতার নিজের উপরই সামান্য ঈর্ষা হচ্ছে এটা জেনে যে, এই সিনেমার আরেকটি পর্ব তৈরি হচ্ছে। শুটিং শুরু হবে ২০২৪ সালে। যেখানে তিনি কোনোভাবেই আর নেই। তবে তাকে পরিচালক রিডলে স্কট ও সিকুয়েলের দলটি প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
গ্ল্যাডিয়েটর সিনেমায় ম্যাক্সিমাস চরিত্রটি করেছিলেন ক্রো। তার সেই সিরিজের পরবর্তী সিনেমাটি পরিচালনা করবেন সেই রিডলে স্কটই, যিনি আগের সিনেমাটির পরিচালক। নতুন ছবিটি বানাবেন ‘গ্ল্যাডিয়েটর ২’ নামে। সেখানে প্রধান চরিত্রাভিনেতারদের মধ্যে ডেনজেল ওয়াশিংটন, পল ম্যাসক্যাল ও ব্যারি কিয়োগেন থাকবেন।
‘গ্ল্যাডিয়েটর’ সিনেমাটি বদলে দিয়েছে রাসেল ক্রোর জীবন। তিনি বলেছেন, ‘এই সিনেমায় আমি থাকব না বলে সামান্য ঈর্ষাকাতর হয়েছি। তবে যেহেতু তখন আমি একজন অনেক বেশি তরুণ ছিলাম সেখানে অনেক বেশি চরিত্র উপযোগী ছিলাম। আর গ্ল্যাডিয়েটর আমার জীবনের বিরাট অভিজ্ঞতা ছিল। এই ছবিটি সত্যিই আমার জীবন বদলে দিয়েছে। যেভাবে লোকেরা আমাকে বিবেচনা করে সেটি বদলে দিয়েছে ও জীবনযাপনের জন্য যা আমি করি সেটিও বদলে দিয়েছে। তবে সেই ছবিটি আমরা করেছিলাম ১৯৯৯ সালে আর এখন ২০২৩ সাল। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, আজকের দিনেও বিশ্বের কোনো না কোনো জায়গায় টিভির সেরা সময়েই গ্ল্যাডিয়েটর দেখানো হচ্ছে।’
আর এই গ্ল্যাডিয়েটরের জন্যই সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন রাসেল ক্রো।
ওএফএস/