বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

‘ডিজনি+’এ আসছে ‘দ্য পোপ: আনসারস’

‘ডিজনি’ ঘোষণা করেছে যে, একেবারেই নতুন একটি স্প্যানিশ স্পেশাল নাম ‘দ্য পোপ: আনসারস’-এ আসছে এবং আসছেন ‘পোপ ফ্রান্সিস’। পরিচালনা করেছেন সালভাদোস টিভি শো খ্যাত স্প্যানিশ প্রযোজক ও পরিচালক জোর্দি এভোলি এবং মারিও সানচেজ।

১৫ এপ্রিল ‘ডিজনি+’এ প্রিমিয়ার হবে পোপকে নিয়ে এই বিশেষ শোটির। বিশেষভাবে তৈরি শোটিকে প্রথম প্রদর্শন করা হবে কানাডাতে, তাদের চ্যানেলে। এরপর থাকবে হুলু মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ‘স্টার+’ লাতিন আমেরিকাতে। সেই থেকে ডিজনি+’র সারা বিশ্বের দেশগুলোতে এই সংস্করণটি দেখানো হবে।

‘দ্য পোপ: আনসারস’ সিনেমাটির শুটিং করা হয়েছে রোমের ভ্যাটিকানে। বিশেষভাবে তৈরি করা হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের ক্যাথলিক গীর্জাগুলোর প্রধান ধমগুরু পূণ্য পিতা ‘পোপ ফ্রান্সিস’র সঙ্গে একটি বিশেষ আলোচনা সভার ভিত্তিতে। তার সঙ্গে আলাপ করেছেন নানা বিষয়ে ১০ জন নর, নারী। যাদের নানা ধরনের জীবন ও অভিজ্ঞতা এবং সংস্কৃতি রয়েছে।

এই বিশেষ ফিচার ছবিটি আগামী দিনের আলোচনা, প্রশ্নোত্তর এবং সৎ আলোচনা। যেখানে খ্রিস্টানদের সবচেয়ে প্রভাবশালী ও প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আলোচনা করেছেন ১০ জন স্প্যানিশভাষী ২০ থেকে ২৫ বছরের তরুণ, তরুণীদের সঙ্গে।

তারা নানা ধরনের ও বৈচিত্র্যপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তার সামনে এসেছেন। তাদের বিষয়গুলোর মধ্যে আছে নারীবাদ, গীর্জায় নারীদের ভূমিকা ও কর্তব্য এবং কাজ, মেয়েদের প্রজননের অধিকার, বিশ্বাস হারানো ও বিশ্বাস ভঙ্গ, নারী-পুরুষের স্বাভাবিক সম্পর্ক ও জীবনের বাইরের জীবন ও সম্পর্কগুলো (সমকামিতা ইত্যাদি), অভিভাসন সংকট, যৌন নির্যাতন, গীর্জার পাপ, বণবাদ ও মানসিক স্বাস্থ্য।

২০১২ সালের জুলাই মাসে রোমের পাশের শহরতলী পিনিয়েতোতে পোপ ও তাদের বিশেষ আলোচনাসভাগুলো হয়েছে।

খোলামেলা আলোচনা করেছেন পোপ ফ্রান্সিস। ফলে সবার উৎসাহে ও অংশগ্রহণে হয়েছে তীব্রতায় ভরা ও নাটকীয়তায় পূর্ণ। এই আলোচনার ভিত্তিমূল ছিল সহমর্মিতা, কৌতুহল, সম্মান এবং পারম্পরিক শিক্ষা।

পরিচালকরা জানিয়েছেন, ‘বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর সঙ্গে তাদের আলোচনাটি অসাধারণ হয়েছে। এ ছাড়া কোনো না কোনো সময় তাদের জীবনগুলো গীর্জার নিয়মাবলীতে আক্রান্ত হয়েছে। তবে গীর্জার প্রধান পোপের কল্যাণে ও তাদের ভালোবাসায় উদারতার একটি প্রকৃষ্ট উদাহরণ বন্দী হয়েছে চিরকালের মতো।’

স্পেনে ডিজনি+’র প্রোডাকশনের ভাইস প্রেসিডেন্ট সোফিয়া ফাবরেগাস তার বিবৃতিতে উল্লেখ করেছেন: ‘পোপ ফ্রান্সিস শুনতে বসেছেন ও তরুণ-তরুণীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন। সত্যিকারের সততা ও ঘনিষ্টতা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটিকে পোপের কারণেই বিশাল মূল্যবোধসম্পন্ন করেছে। আমরা বিশ্বের কাছে ‘দ্য পোপ: আনসারস’কে প্রদান করতে পেরে খুবই গর্ববোধ করছি।’

পোপ ফ্রান্সিস যৌনতার গুণাবলিকে প্রশংসা ও আর্শীবাদ করেছেন। তিনি নির্দিষ্টভাবে জানিয়েছেন, ‘যৌনতা হলো মানুষকে দেওয়া ঈশ্বরের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি।’

ওএফএস/

Header Ad
Header Ad

আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’: টিকটকার রিমু

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ সুমাইয়া রিমু। বিভিন্ন ভিডিও এবং উপস্থিতির মাধ্যমে অনলাইনে বেশ ভাইরাল তিনি। বিভিন্ন সময় বক্তব্যের কারণেও থাকেন আলোচনায়। তবে তাকে রাস্তায় দেখলে মানুষ শাকিব খানের বউ হিসেবেই ডাকে, এমনটাই জানালেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন রিমু, যেখানে তিনি জানান রাস্তায় বের হলেই মানুষ তাকে শাকিব খানের স্ত্রী বা নায়িকা ভেবে ভুল করে।

সুমাইয়া রিমু বলেন, ‘আমি রাস্তাঘাটে বের হলে পাবলিক আমাকে এমন একটা নাম দিয়ে দিছে—মানুষ বলে, ‘এই দেখো শাকিব খানের নায়িকা যাচ্ছে।’ আবার কেউ কেউ বলে, ‘এইটা কি শাকিব খানের বউ না?’

তিনি আরও বলেন, ‘কালকে চার-পাঁচজন লোক এসে আমাকে বলেছে, এই যে শাকিব খানের বউ, তার সাথে দেখা করবো। মানে এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে।আমি বুঝলাম না—আমি তার সাথে কোনো সিনেমা করলাম না, কোনো কিছুই করলাম না, অথচ হয়ে গেলাম শাকিব খানের নায়িকা!’
তবে এই প্রচারণা বা ভুল বোঝাবুঝিকে নেতিবাচকভাবে দেখছেন না রিমু। বরং তিনি একে নিজের জন্য একটি ‘বড় ক্রেডিট’ হিসেবে দেখছেন। তার ভাষায়, “তো যাই হোক, এটা আমার সবথেকে বড় একটা ক্রেডিট। আর এটা আমার শুনতে ভালো লাগে।

 

Header Ad
Header Ad

ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন মার্কিন বিচারক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ পরিষেবা ভয়েস অফ আমেরিকা (ভিওএ) বন্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিয়েছেন মার্কিন বিচারক রয়েস ল্যাম্বার্থ। ট্রাম্প বেআইনিভাবে সংবাদমাধ্যমটি বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। 

এতে বলা হয়, কংগ্রেস গঠিত ও রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি ৮৩ বছর ধরে বিশ্বজুড়ে সংবাদ প্রচার করে আসছে। মার্চে ভয়েস অফ আমেরিকার ১৩০০ জনের বেশি কর্মীকে ছুটিতে পাঠায় ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার দেয়া রায়ে রয়েস ল্যাম্বার্থ নির্দেশ দিয়েছেন যে, ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অফ আমেরিকার পূর্বের সক্ষমতা ফিরিয়ে আনে। ‘বামপন্থী পক্ষপাতিত্ব করা ও যথেষ্ট আমেরিকানপন্থী’ না হওয়ার অজুহাতে মার্চে সংবাদমাধ্যমটি বন্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তবে ভয়েস অফ আমেরিকার আইনজীবীরা বলেছেন, তারা নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রীয় অর্থায়নে চলা আরও দুটি সংবাদমাধ্যম হলো-রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস। বিচারক ল্যাম্বার্থ ওই দুটি সংবাদমাধ্যমের সক্ষমতা ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন। তবে রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি ও ওপেন টেকনোলজি ফান্ড এর ক্ষেত্রে একই রকম আবেদন নাকচ করেছেন ওই বিচারক।

রায়ে ল্যাম্বার্থ বলেছেন, ভয়েস অফ আমেরিকা বন্ধের পেছনে ছিলো তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্ত। যা প্রমাণ করে প্রশাসনের উদ্দেশ্য ছিলো রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী প্রতিষ্ঠানের পুনর্গঠন। এদিকে ওই রায়কে ‘শক্তিশালী বার্তা’ হিসেবে দেখছে মিডিয়া কর্মীদের সংগঠন।

Header Ad
Header Ad

এসএসসি পাসেই বিমানে চাকরি, নেবে ৬৬২ জন

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় বিমান সংস্থাটি ১৩টি পদে ৬৬২ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

২৩ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদসংখ্যা: ১৩টি
লোকবল নিয়োগ: ৬৬২ জন

পদের নাম: পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৬২টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ডিসওয়াসার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ৮টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: হাইজিন হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৬টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: কিচেন হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ২৫টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: বেকার হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১২টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: মেইন্টেন্যান্স হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১০টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: স্টোর হেলপার (ক্যাজুয়াল) (শুধু পুরুষ)
পদসংখ্যা: ৫টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৪০টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় (গণিত ও পদার্থবিদ্যাসহ) ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০০ এর স্কেলে) থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায়ও ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০০ এর স্কেলে) থাকতে হবে।

পদের নাম: পাম্প অপারেটর (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ফায়ার হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ৫টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান (বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকারযোগ্য) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: স্টোর হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৮টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০ (৫.০০ এর স্কেলে) থাকতে হবে।

পদের নাম: সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১০০টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

পদের নাম: এয়ারক্রাফট ক্লিনার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৬০টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

বয়সসীমা: ২৩-০৪-২০২৫ তারিখে কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। এসএসসির সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে অফিশিয়াল ওয়েবসাইট

https://biman.gov.bd এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২২ মে ২০২৫
Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’: টিকটকার রিমু
ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন মার্কিন বিচারক
এসএসসি পাসেই বিমানে চাকরি, নেবে ৬৬২ জন
সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেই কঠোর হুঁশিয়ারি মোদির
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থীদের সঙ্গে চলছে আলোচনা
বিসিবির চাকরি ছাড়ছেন এলিট প্যানেলের আম্পায়ার সৈকত
ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ এর প্রতিবেদন বাতিল চান আজহারী
রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি
সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬
পালিয়ে গিয়েও থেমে নেই আড্ডা, কলকাতায় দেখা মিলল সাবেক মেয়র জাহাঙ্গীরের
বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি
পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা
গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়