শেষ ছবির চিত্রনাট্য লিখেছেন কোয়োন্টিন ট্যারান্টিনো
হলিউডের অন্যতম পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনো গতকাল বুধবার (২৯ মার্চ) ঘোষণা করেছেন যে, তিনি একটি চিত্রনাট্যটি সমাপ্ত করেছেন। এটিই তার জীবনের শেষ সিনেমা হবে।
বিখ্যাত এই পরিচালক তার কিল বিল, ইগ্নোরিয়াস বাস্টার্ডস ও পাল্প ফিকশনের জন্য তুমুল খ্যাতি লাভ করেছেন। এই বছরের শেষের দিকে নিজের ১০ম ছবিটির পরিচালনা শুরু করেন এই অত্যন্ত পূজিত চলচ্চিত্র পরিচালক।
৬০ বছরের ট্যারেন্টিনো সংবাদ মাধ্যমে প্রকাশিত এই তথ্য প্রদান করেছেন কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রিমোর একটি প্রশ্নের জবাবে। তারা দুজনে প্যারিসে ট্যারান্টিনোর একই বই প্রকাশ অনুষ্ঠান করেছেন।
এর আগেও কোয়েন্টিন ট্যারান্টিনো বলেছেন, তিনি দশম ছবিটির পর অবসর নিতে চান। তার মধ্যে কিল বিলের আরেকটি পর্ব থাকবে। সেটিকে তিনি নাম দিয়েছেন ‘দি মুভি ক্রিটিক’, ১৯৭৭ সালের সেটে বানানো হবে।
তবে তিনি বিখ্যাত নারী চলচ্চিত্র সমালোচক পলিন কেলের আত্মজীবনী তৈরির গুজবটিকে অস্বীকার করেছেন। পলিন ১৯৬৮ থেকে টানা ১৯৯১ পর্যন্ত নিউইয়র্কারের জন্য নিয়মিত চলচ্চিত্র সমালোচনা লিখেছেন। ২০০১ সালের ৩ সেপ্টেম্বর তিনি ৮১ বছর বয়সে মারা গিয়েছেন।
হলিউডের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র পরিচালক হিসেবে প্রথম ছবি থেকেই শ্রদ্ধা কুড়িয়ে চলেছেন তিনি।
ওএফএস/এমএমএ/