মিশেলের ভূমিকায় জ্যাকি চ্যানকেই প্রথম প্রস্তাব দিয়েছিলেন পরিচালকরা
এবারের অস্কারজয়ী সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এর প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন মিশেল ইয়ো। তবে সিনেমার চরিত্রটি একজনকে পুরুষকে কেন্দ্র করে লেখা হয়েছিল। আর এই সিনেমার প্রধান চরিত্রের জন্য জ্যাকি চ্যানকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালকরা।
বিষয়টি জানিয়েছেন মিশেল ইয়ো নিজেই। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় এভেলিন কুয়ান চরিত্রে অভিনয়ের জন্য অস্কার পাওয়া মিশেল জানিয়েছেন, জ্যাকি চ্যান তাকে এসএমএসের মাধ্যমে জানিয়েছেন যে তাদের অস্কারজয়ী সিনেমার প্রধান চরিত্রের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। যেটি আসলে একজন পুরুষকে কেন্দ্র করে প্রথমে লেখা হয়েছিল।
তিনি বলেন, এটি একজন পুরুষের জন্য লেখা হয়েছিল। দ্য ড্যানিয়েলসরা এটি এইভাবে লিখেছিলেন জ্যাকিকে নিয়ে এবং আমাকে স্ত্রী চরিত্রটিতে ভেবেছিলেন। পরে এই চরিত্রগুলো পুরোপুরি উল্টো হয়ে গিয়েছিল।
এরপর সিনেমাটির কাজ শুরু হলো এবং জ্যাকি চ্যান তাকে এসএসএমএস করলেন, অভিনন্দন! তুমি জানো তোমার ছেলেরা প্রথম আমাকে দেখতে এসেছিল।
তিনি উত্তর দিয়েছেন, আমার ভালো লেগেছে, তোমাকে ধন্যবাদ ভাই, তুমি আমাকে দারুণ সুযোগ করে দিয়েছো।
মিশেল ইয়ো আরও জানিয়েছেন যে, পরস্পরের সম্মতিতে এই সিনেমা থেকে চ্যানকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর কারণ ছিল তার ব্যস্ত শিডিউল। এরপর পরিচালকরা একজন নারীকে কেন্দ্র করে সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, মিশেল ইয়ো ও জ্যাকি চ্যান একত্রে ১৯৯২ সালের হংকংয়ের ক্লাসিক অ্যাকশন সিনেমা পুলিশ স্টোরি ৩ : সুপারকপ এ অভিনয় করেছেন।
ওএফএস/