১৪ জুলাই আসছে ‘মিশন ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান’
আগামী ১৪ জুলাই মুক্তি পেতে যাচ্ছে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান’ সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশ পেয়েছে। সিনেমায় ‘ইথান হান্ট’ চরিত্রে নতুন অভিযানে দেখা যাবে ক্রুজকে।
মিশন ইম্পসিবল সিরিজের সিনেমাগুলো অসম্পূর্ণ থেকে যেত, যদি না টম ক্রুজ পর্দায় তার জমকালো অ্যাকশনগুলো না ঘটাতেন। তার সিরিজের এই সিনেমাটিও হলিউডের বিখ্যাত প্যারাপাউন্ট পিকচারর্স ও স্কাইড্যান্স প্রযোজনা করেছে।
নিজের ট্রেডমার্ক অবিশ্বাস্য সব অ্যাকশন দৃশ্যের জন্য দর্শকনন্দিত এই অভিনেতা। নতুন এই সিনেমাতেও এমনভাবেই তাকে দেখতে পারবেন চলচ্চিত্রপ্রেমীরা। এর আগেও খালি হাতে পর্বত বেয়ে, উড়ন্ত বিমান থেকে লাফিয়ে পড়ে এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা থেকে খালি হাতে নেমে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। নিজের চলচ্চিত্র ক্যারিয়ারে ১০০ বারেরও বেশি সময় বিমানে ২৫ হাজার ফুট উপর থেকে লাফিয়ে পড়েছেন তিনি।
‘মিশন ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’ পরিচালনা করেছেন সিরিজের প্রতিটি সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি।
সিনেমায় বেশ কিছু বিপজ্জনক স্টান্ট করেছেন টম ক্রুজ। তাকে পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়তে দেখবেন দর্শকরা। ট্রেইলারে তাকে একটি চলমান ট্রেনের উপরে দৌড়াতে দেখা যায় তাকে। এ ছাড়া খাড়া পাহাড়ের মধ্যে তিনি মোটরসাইকেল চালাবেন। তার এমন স্টান্ট দেখে প্রডাকশন কর্মীরা বলেন, ‘সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় স্টান্ট’।
সিরিজের এই সিনেমা ‘মিশন ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’ দুটি ভাগে বিশ্বজুড়ে হলগুলোতে মুক্তি পাবে। ‘মিশন ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পাবে আগামী ১৪ জুলাই। আর ‘মিশন ইমপসিবল-ডেড রেকনিং পার্ট টু’ আসবে ২০২৪ সালের ২৪ জুন।
টম ক্রুজের সঙ্গে এই সিনেমায় নায়িকা হিসেবে আছেন হেইলি অ্যাটওয়েল। সিনেমায় আরও অভিনয় করেছেন ভিঙ রেইমেস, সাইমন পেগ, রেবেকা ফাগুসন, ভেনেসা কার্বি, পম ক্লেমেনটিয়েফ ও হেনরি চানি। প্রায় ৩০ বছর পর হেনরি চানি আবার মিশন ইম্পসিবল সিরিজে অভিনয় করলেন।
ওএফএস/