অ্যাপল টিভি+ জিতলো সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবির অস্কার
‘দি বয়, দি মোলে, দি ফক্স অ্যান্ড দি হর্স’ নামের ছবিটিকে ‘দি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ স্বীকৃতি দিয়েছে। এই ছবিটি অ্যাপল টিভি+ নামের অ্যাপলের সম্প্রচারিত মাধ্যমে অ্যাপল অরিজিনাল ফিল্ম বানিয়েছে।
অস্কার কর্তৃপক্ষ উল্লেখ করেছেন, ‘স্বল্পদৈর্ঘ্য এই দারুণ অ্যানিমেটেড ছবিকে আমাদের পরম্পরের মধ্যে চলমান মানবতাকে শক্তিশালী করার স্বীকৃতি জানানো হলো।’
অ্যাপল অরিজিনাল ফিল্ম ‘দি বয়, দি মোলে, দি ফক্স অ্যান্ড দি হর্স’র হয়ে অস্কার নেবার সময় অ্যাপলের ওয়াল্ড ওয়াইড ভিডিও বিভাগের প্রধান জ্যাক ফান আমবার্খ বলেছেন, ‘আমরা এত গবিত চার্লি ও মেধাবী দলটিকে নিয়ে, যারা এই ছবিটিকে পর্দায় নিয়ে এসেছেন ও আমরা কৃতজ্ঞতার সঙ্গে দি অ্যাকাডেমিকে আজকে রাতের স্বীকৃতির জন্য ধন্যবাদ প্রদান করছি।’
‘দি বয়, দি মোলে, দি ফক্স অ্যান্ড দি হর্স’ ব্রিটিশ লেখক, চিত্রশিল্পী ও ইলাসট্রেটর চার্লি ম্যাকেসির জীবনের সেরা বই।
২০২২ সালে অ্যাপল ইতিহাস গড়ে তিনটি অস্কার নিয়ে ফিরেছে ‘দি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ থেকে তাদের ‘কোডা’র জন্য। ইতিহাসের প্রথম স্ট্রিমার হিসেবে অ্যাপল এই ছবিটি নিয়ে বেস্ট পিকচার (সেরা ছবি), সেরা সহ-অভিনেতা (ট্রয় কটসার) ও সেরা রূপান্তরিত চিত্রনাট্য (শান হেডার একজন নারী, মাকিন যুবতী)’র অস্কার নিয়ে ফিরেছে।
আজকে পর্যন্ত অ্যাপল অরিজিনাল ছবিগুলো, প্রামাণ্যচিত্রগুলো ও সিরিজগুলো ৩শ ৪৫টি পদক জয় করেছে।
ওএফএস/এএস