সেরা চিত্রগ্রাহকের অস্কার উঠল জেমস ফ্রেন্ডের হাতে

‘সেরা চিত্রগ্রাহক’ বিভাগের অস্কারটি জিতেছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টান ফ্রন্ট’। আর এই সিনেমায় অবিশ্বাস্য ক্যামেরা পরিচালনার জন্য জেমস ফ্রেন্ড অস্কারজয়ী চিত্রগ্রাহক হিসেবে চলচ্চিত্রের ইতিহাসে নিজের নামটি লেখালেন।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তার হাতে উঠে সেরা চিত্রগ্রাহকের অস্কার।
জেমস ফ্রেন্ড একজন ইলেকট্রিশিয়ান। ১৬ বছর বয়সে একজন লাইটিং টেকনেশিয়ান হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেন। লন্ডন ফিল্ম স্কুলে সিনেমাটোগ্রাফি পড়েছেন তিনি।
জেমস ক্যামেরনের বিশ্বকে চমকে দেওয়া ও ব্যবসা সফল সিনেমা ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের অস্কারটি জয় করেছে। আর অস্কারে মোট ২৩টি পদক দেওয়া হয়েছে সেরা সিনেমাগুলোকে। সেরা সম্পাদনার জন্য অস্কার জিতেছেন পল রজার্স। তিনিই এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমাটির সম্পাদক ছিলেন।
দ্য হোয়েল সিনেমার জন্য সেরা মেকআপ ও সেরা হেয়ারস্টাইল বিভাগে অস্কার ঘরে তুলেছেন আদ্রিয়ান মুহরুত, জুডি চেন ও অ্যানমেরি ব্রাডলি।
ওএফএস/
