অস্কার ২০২৩
সেরা পরিচালক ড্যানিয়েল শাইনেট ও ড্যানিয়েল কোয়ান

দুজন মানুষের একটি নাম এবারের অস্কারের মঞ্চে বারবার ডাকা হয়েছে-‘দ্য ড্যানিয়েলস’। তারা ড্যানিয়েল শাইনেট ও ড্যানিয়েল কোয়ান। এই পরিচালক জুটি এবারের অস্কারে সবচেয়ে বেশি পুরস্কার জেতা ঐতিহাসিক সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ বানিয়েছেন।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তারা সেরা পরিচালকের পুরস্কার জিতেন।
এই পরিচালক জুটির প্রথম দেখা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজে পড়ার সময়। একত্রে কাজের শুরু ২০০৯ সালের ‘দ্য নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি’র গ্রীষ্মকালীন ক্যাম্পে সহকারী পরিচালক হিসেবে।
শাইনেট গণমাধ্যমকে বলেন, ‘আমরা গ্রীষ্মকালীন সেই সিনেমা বানানোর ক্যাম্পের দুই পাত্র ছিলাম এবং দুজনেই খুবই উত্তেজিত ও উৎসাহিত ছিলাম। পরে আমরা একটি আত্মা হয়ে একত্রে আমাদের আলোকিত সিনেমাগুলো বানানোর কথা উপলব্ধি করলাম। ফলে সিদ্ধান্ত নিলাম, আমাদের নিজেদের গ্রীষ্মকালীন ক্যাম্পের সিনেমাগুলো বানিয়ে যেতে হবে।’
কয়েকটি মিউজিক ভিডিও বানানোর পর তারা সৃজনশীল মেধা হিসেবে পরিচিত হলেন। তাদের সেই কাজগুলোর মধ্যে বিখ্যাত ‘টার্ন ডাউন ফর হোয়াট’। তারা অনেকগুলো স্বল্পদৈর্ঘ্য সিনেমারও বিখ্যাত কারিগর। এ ছাড়া ‘অ্যাপল’, ‘নাইকি’, ‘কনভার্স’সহ আরো কয়েকটি নামকরা ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন তৈরি করেন বিখ্যাত এই জুটি।
কোয়ান অস্কারের সাক্ষাৎকারে বলেছেন, ‘মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্রগুলো হলো সিনেমার পরিচালকদের তাদের কণ্ঠস্বরগুলো খুঁজে পাওয়ার অবিশ্বাস্য জায়গা।’
তারা পূর্ণদৈর্ঘ্যের দ্বিতীয় সিনেমাটিই অস্কারে অনেকগুলো পুরস্কার জিতেছে। কথাটি অবিশ্বাস্য সত্য। তাদের আগের সিনেমাটি হলো ‘সুইস আর্মি ম্যান’, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। নায়ক ছিলেন ড্যানিয়েল রেডক্লিফ।
এই বিখ্যাত পরিচালক জুটি কয়েক বছর অপেক্ষা করেছেন ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ তাদের মতো করে বানানোর জন্য। এই ছবিটির প্রযোজক এ২৪। সিনেমাটিতে প্রধানত এশিয়ান অভিনেতা-অভিনেত্রীদের নিয়েছেন তারা। এজন্যই দীর্ঘকাল তাদের সংগ্রাম করতে হয়েছে ও সিনেমাটি শুরুর জন্য অপেক্ষা করতে হয়েছে। এ বছরের সবচেয়ে বেশি শাখা ১১টি অস্কার মনোনয়ন লাভ করেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। তারা দুজনে গতকাল (১২ মার্চ) তিনটি শাখার পুরস্কার নিতে অস্কারের মঞ্চে উঠেন। সেরা পরিচালক, বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে ও বেস্ট পিকচার্স।
তাদের সিনেমার নায়িকা মিশেল ইয়ো সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন। সেরা সহ-অভিনেতার অস্কার নিয়েছেন কি হুই কুয়ান, সেরা সহ-অভিনেত্রীর অস্কার ঘরে তুলেছেন জেমি লি কার্টিস।
‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সেরা সম্পাদনা বিভাগের অস্কার জিতেছে। ‘বেস্ট স্ক্রিনপ্লে’র অস্কার নেওয়ার সময় অস্কারের মঞ্চে কোয়ান বলেছেন, এই সিনেমাটি বানানোর সময় তিনি নিজেকে কোনোভাবেই জ্ঞানী বলে ভাবেননি। কেবল কাজ করেছেন। তিনি অস্কারের মঞ্চে তার কাজের পেছনে অবদানের জন্য তার মা ও স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ড্যানিয়েল শাইনেটকে তাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ জানান।
শাইনেট সেরা পরিচালকের অস্কার নেওয়ার সময় ধন্যবাদ দিয়েছেন বিশ্বের সব মাকে।
ওএফএস/
