‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’র ৪ অস্কার জয়

এরিক মারিয়া রেমার্কের বিশ্বখ্যাত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ উপন্যাস অবলম্বনে বানানো ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সিনেমাটি এবার ৪টি অস্কার জিতেছে।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ৪টি অস্কার জিতে নেয় সিনেমাটি।
প্রথম বিশ্বযুদ্ধ চলার সময় ট্রেঞ্চের কাহিনি ঘিরে বানানো সিনেমাটির অস্কারগুলোর মধ্যে ‘সেরা আন্তর্জাতিক ফিচার’ সিনেমার অস্কার রয়েছে। ‘পিনাকিও’ জিতেছে সেরা অ্যানিমেশন সিনেমার অস্কার। ‘ওমেন টকিং’ জয় করেছে ‘অ্যাডাপটেড স্ক্রিনপ্লে’র অস্কার। নিয়ে গেছেন সারাহ পলি।
সেরা প্রমাণ্যচিত্রের অস্কার জিতেছে ‘নাভালনি’। সিনেমাটি রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির জীবনকে ঘিরে বানানো হয়েছে। অস্কারের মঞ্চে নাভালনির পক্ষে তার স্ত্রী ইউলিয়া নাভালনি আসেন।
তিনি বলেন, ‘আমি সেই দিনটির স্বপ্ন দেখছি যেদিন আপনারা মুক্ত হবেন ও আমাদের দেশটি মুক্ত হবে।’
এবারের অস্কারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি তার দেশে রাশিয়ার আগ্রাসন ও চরম যুদ্ধের বিপক্ষে বক্তব্য দেন।
ওএফএস/
