সহ-অভিনেতার অস্কার জিতলেন কি হুই কুয়ান
এবারের অস্কারের সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন কি হুই কুয়ান। তিনি অস্কারের সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর জন্য অস্কার জেতা অভিনেত্রী মিশেল ইয়োর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। অসাধারণ অভিনয়ের জন্য তিনি সহ-অভিনেতার অস্কার জিতলেন।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তার হাতে সম্মানজনক এ পুরস্কার উঠে।
হলিউডে অভিনেতা ও স্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন কি হুই কুয়ান। মার্কিন এই অভিনেতা শিশুকাল থেকেই অভিনয় করেন। তিনি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’, ‘দ্য গুনিজ’র চরিত্রগুলোতে অবিশ্বাস্য ভালো অভিনয় করেছেন।
অস্কার কি হুই কুয়ানের জীবনে সেরা প্রাপ্তি এই কারণে, তিনি গেল কয়েক বছর ধরে অভিনয় ছেড়ে দিয়েছিলেন। তিনি তার চাহিদামতো সুযোগ পাচ্ছেন না বলে হতাশ হয়ে শেষ পর্যন্ত অভিনয়েরই সমাপ্তি ঘটিয়ে দিয়েছিলেন। তবে অস্কারের মঞ্চে তাকে তার জীবনের সেরা সম্মানটি দেওয়া হলো বলে আবেগে কেঁদে ফেলেন কি হুই কুয়ান।
তিনি বলেন, ‘আমার যাত্রা একটি নৌকাতে চড়ে শুরু হয়েছিল। আমি একটি বছর শরণার্থী শিবিরে থেকেছি। কোনো না কোনোভাবে আমি আমার জীবনের অনিশ্চিত, দুর্গম ও কষ্টের যাত্রাপথটিকে থামিয়েছি এই হলিউডে, বিশ্বের সবচেয়ে বড় অভিনয় মঞ্চে। তারা বলেছেন, আমার মতো জীবনের গল্প কেবল সিনেমাতেই ঘটে। আমি এখন বিশ্বাস করতে পারছি না, সেটি আমার ক্ষেত্রে ঘটছে। এটি হলো দ্য আমেরিকান স্বপ্ন।’
তিনি আরও বলেন, ‘স্বপ্ন হলো তেম নকিছু যেটি আপনি বিশ্বাসই করতে পারবেন না। আমি প্রায়ই নিজেকে আর এগিয়ে নিয়ে না যাওয়ার চেষ্টা করেছিলাম। আপনাদের এখানের সবাইকে ও বাইরের প্রত্যেককে বলব, দয়া করে আপনাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখুন।’
ওএফএস/