অস্কারের সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

এবারের অস্কারের সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা সম্মানটি জয় করেছে তারা।
এ ছাড়া এবারের ‘অরিজিনাল স্ক্রিনপ্লে’ ও ‘সেরা পরিচালক’ এর অস্কারও বাড়ি নিয়ে গেছে সিনেমাটি। এই সিনেমার জন্য পরিচালকের অস্কার জিতেছেন ড্যানিয়েল শাইনেট ও ড্যানিয়েল কোয়ান।
‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এখন পর্যন্ত ১ মিলিয়ন মার্কিন ডলার আয়ের অবিশ্বাস্য রেকর্ড গড়েছে। বলাবাহুল্য, এখন থেকে সিনেমাটির আয় বাড়তেই থাকবে। যা সিনেমাটির প্রযোজক তাইওয়ানিজ-আমেরিকান চলচ্চিত্র প্রযোজক জনাথন ওয়াংয়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
এ ছাড়া এই সিনেমাটির জন্যই মিশেল ইয়ো অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
ওএফএস/
