এবার অস্কারের প্রধান প্রতিযোগী কারা?

বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ বড় পুরস্কারের আসর অস্কার। হলিউডের ডলবি থিয়েটারে অস্কারের ৯৫তম আয়োজন আগামীকাল রবিবার (১২ মার্চ)।
এবার অস্কারের জন্য প্রধান চরিত্র বিভাগে মনোনীত হয়েছেন-‘এলভিস’ সিনেমার জন্য অস্টিন বাটলার, ‘দ্য বানশিজ অব ইনেশ্যারেন’র কলিন ফ্যারেল, ‘দ্য হুইল’র ব্রেনডেন ফ্রেইজার, ‘আফটারসান’র পল মার্শাল এবং ‘লিভিং’র বিল নাই।
অস্কারে সেরা পরিচালকের বিভাগে লড়ছেন বিশ্বে বাণিজ্যিকভাবে সর্বকালের সবচেয়ে সফল পরিচালক তিনবারের অস্কারজয়ী স্যার স্টিফেন স্পিলবার্গ তার জীবনের কাহিনি ঘিরে বানানো ‘দ্য ফেইবেলম্যান’ নিয়ে, আরও আছেন মার্টিন ম্যাকডোনা তার ‘দ্য বানশিজ অব ইনেশ্যারেন’ নিয়ে, ড্যানিয়েল শাইনেট ও ড্যানিয়েল কোয়ান তাদের ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’ নিয়ে রয়েছেন, টড ফিল্ড আছেন ‘টা’ নিয়ে, রুবেন অ্যাসল্যান্ড তার ‘টায়াঙ্গল অব স্যাডনেস’ নিয়ে।
প্রধান অভিনেত্রী চরিত্রে এবার অস্কারের জন্য লড়ছেন ৫৩ বছরের অস্ট্রেলিয়ান অভিনেত্রী ‘কেট ব্ল্যানচেট’ ‘টা’ নিয়ে। তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩৪ বছরের কিউবান-স্প্যানিশ নায়িকা আনা দে আরমাস ‘ব্লন্ড’র।
তাদের দুজনকে ঠেকিয়ে দিতে তৈরি ৪১ বছরের ব্রিটিশ অভিনেত্রী ও প্রযোজক অ্যানড্রিয়া রাইসবোরা তার ‘টু লেসলি’ নিয়ে। ৪২ বছরের মার্কিন অভিনেত্রী ও চারবারের অস্কার মনোনীত মিশেল উইলিয়ামস লড়ছেন স্পিলবার্গের দ্য ফেইবেলম্যান’র নায়িকা হিসেবে। পঞ্চম মনোনীত নায়িকা হলেন মালয়শিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। তার সিনেমা ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’।
অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে লড়ছে ‘দ্য বয়, দ্য মোলে, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’, ‘দ্য ফ্লাইং সেইলর’, ‘আইস মার্চেন্টস’, ‘মাই ইয়ার অব ডিকস’ এবং ‘অ্যান অস্ট্রিচ টোল্ড মি দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ফেক অ্যান্ড আই থিংক আই বিলিভ ইট’।
ওএফএস/
