একজন 'বঙ্গবালার' বিদায়
‘বঙ্গবালা' চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন ওপার বাংলার নাট্যশিল্পী শাঁওলি মিত্র। প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে এ চরিত্রে অভিনয় করেন তিনি। ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকের কাহিনী অবলম্বনে নির্মিত নাটকে অমলের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান এ গুণী অভিনেত্রী।
এ ছাড়া অভিনয় করেছেন ‘বিতত বিতংস’, ‘নাথবতী অনাথবত’, ‘পুতুল খেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’, ‘হযবরল’, ‘চণ্ডালী’, ‘পাগলা ঘোড়া’, ‘পাখি’, ‘গ্যালিলিওর জীবন’-এর মতো একাধিক সাড়া ফেলা নাটকে।
তার বাবা বিখ্যাত নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র এবং মা তৃপ্তি মিত্র। তারাও থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন। পারিবারিক সাংস্কৃতিক অববাহিকায় ছোটবেলা থেকেই নাট্যচর্চা করেছেন শাঁওলি মিত্র। পরবর্তীকালে বাংলা নাট্যজগতের বিশিষ্ট নাম হয়ে ওঠেন তিনি। এক সময় নিজের দলও গড়েন।
এ প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও অভিনেত্রী শাঁওলি মিত্র রোববার (১৬ জানুয়ারি) দুপুরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার সন্ধ্যায় কলকাতার সিরিটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কার পান শাঁওলি মিত্র। এ ছাড়া ২০০৩ সালে সংগীত-নাটক একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে বঙ্গ-বিভূষণ পুরস্কার পান তিনি।
টিটি/