চতুর্থ বিয়ের জন্য প্রেমিক পাত্র খুঁজছেন কিম

আমেরিকার জনপ্রিয় টিভি তারকা ও মডেল কিম কার্দাশিয়ান। এবার চতুর্থ বিয়ের জন্য প্রেমিক পাত্র খুঁজছেন তিনি।
কিছু বুঝে ওঠার আগেই প্রথম দুটি বিয়ে করেছিলেন এ তারকা। ২০০২ সালে মিউজিক প্রোডিউসার ড্যামন থমাসকে বিয়ে করেছিলেন তিনি।
২০০৪ সাল পর্যন্ত সেই সম্পর্কে ছিলেন। পরের বিয়েটি টিকেছিল অল্প কিছু দিন। তবে তৃতীয় বিয়েটি সজ্ঞানে করেছিলেন বলেই জানান তিনি।
এবার অপেক্ষা করছেন চতুর্থ বিয়ের। বিয়ে করলেই নাকি ফিরবে তার ভাগ্য! তাই কিম ঠিক করেছেন, এমন কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন, যিনি মিডিয়ার কেউ নন। বিয়ে করেই এবার অনেক দিনের একাকীত্ব গোছাবেন তিনি।
গত বছর আগস্টে প্রাক্তন প্রেমিক কৌতুকশিল্পী পিট ডেভিডসনের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। পিটের সঙ্গে নয় মাস সম্পর্কে ছিলেন অভিনেত্রী। চার সন্তানের মা কিম খুব ভাল ভাবে জানেন, এ বার তিনি কী খুঁজছেন। নিশ্চিত না হয়ে কাউকেই বিয়ে করবেন না বলে ঠিক করেছেন।
কেমন পুরুষ তার পছন্দ? এ সম্পর্কে তিনি বলেছেন-এমন কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন, যিনি ইন্ড্রাস্ট্রির কেউ নন। এমন কাউকে চান না, যিনি হলিউডে জনপ্রিয়। বরং, ফিন্যান্সের সঙ্গে জড়িত আছেন, এমন কাউকে পেলেই জীবনসঙ্গী করবেন বলেছেন এ অভিনেত্রী।
এএম/এমএমএ/
