করোনার মধ্যেই বাংলাদেশে শুটিংয়ে আসছেন ভারতীয় অভিনেত্রী পার্ণো
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতের কলকাতায় অমিক্রনের জন্য চলছে বিধি-নিষেধ। বাংলাদেশেও অমিক্রনের আতঙ্ক থেকে মুক্ত নয়। এ অবস্থার মধ্যেও শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসছেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র।
সরকারি অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’ এর শুটিংয়ে অংশ নিতেই মঙ্গলবার (১৮ জানুয়ারি) বাংলাদেশে আসছেন তিনি।
জানা গেছে, নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে এই সিনেমার শুটিং শুরু হয়েছে। ১২ জানুয়ারি থেকে সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। মঙ্গলবার থেকে অংশ নেবেন পার্ণো মিত্র।
সিনেমাটি নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘বিলডাকিনী নির্মিত হচ্ছে নূরুদ্দিন জাহাঙ্গীরের লেখা উপন্যাস অবলম্বনে । চিত্রনাট্য করেছেন মনজুরুল ইসলাম। আঁধারকবলিত এক জনপদের গল্প এটি। এক নারীকে ধর্ষণ এবং তার সন্তানসম্ভবা হয়ে পড়ার গল্প নিয়ে এগিয়েছে কাহিনীটি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, লুৎফর রহমান জর্জ, রোবেনা রেজা জুঁই প্রমুখ।
কলকাতার বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্র এর আগেও বাংলাদেশে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ডুব’ এ অভিনয় করেছেন।
এএম/এপি/