কাছাকাছি তবুও দূরে...

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুন এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সরব হয়ে ওঠেছে এফডিসি প্রাঙ্গণ। প্রার্থীরাও ছুঁটছেন ভোটারদের পেছনে। শিল্পী সমিতির পাশাপাশি দুই প্যানেলের প্রার্থীরাই নির্বাচনী প্রচার ক্যাম্প গড়ে তুলেছেন।
গতকাল (১৬ জানুয়ারি) দেখা মিলল এক ভিন্নচিত্র। ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল প্রচারক্যাম্পে ছুঁটে এলেন প্রতিপক্ষ প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগর। পাশাপাশি বসে কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আড্ডায় মেতে ওঠলেন তিনি।
তবে পাশাপাশি বসে আড্ডায় মেতে উঠলেও ভোটের মাঠে একে-অপরের শক্তিশালী প্রতিপক্ষ। ভোটের লড়াইকে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড়ও দেবে না তারা। শিল্পী হিসেবে একে অপরের কাছাকাছি বসলেও ভোটযুদ্ধে তাদের মতাদর্শ ও মানসিক দুরত্ব আকাশসমান। এখন দেখার বিষয় নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও মিশার মধ্যে কে জয়লাভ করে শিল্পী সমিতির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করে।
এএম/এসএ/
