প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন তাসনুভা তিশা

বাগদান সারলেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। পাত্রের নাম সৈয়দ আজগর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তিনি।
১৫ জানুয়ারি অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাসনুভা।
তাসনুভা জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসে আজগরের সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন। আগামী ২ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে বিয়ের পীড়িতে বসবেন তারা।
এটি তিশার তৃতীয় বিয়ে। তিশা বলেন, আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই ভীষণ সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানালে তারা সম্মতি দেন। আমার যেহেতু দুটি মেয়ে রয়েছে তাই আজগরের পরিবার বিষয়টিকে কীভাবে নেয়, সেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ওর পরিবার বেশ আন্তরিক এবং পজেটিভ। ওর বাবা নেই, ওর মা বিষয়টিকে খুবই পজেটিভভাবে নিয়েছেন এবং আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। যার কারণে আমি আরও অনেক বেশি খুশি হয়েছি।’
এএম/এএস
