চলে গেলেন গীতিকবি-সুরকার স্বপ্নীল

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গীতিকবি-সুরকার এফ এইচ সরকার স্বপ্নীল। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
স্বপ্নীলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও সন্দীপন।
এ সম্পর্কে সন্দীপন বলেন, ‘স্বপ্নীলের মৃত্যুর খবর আমাকে জানিয়েছে তার ভাগ্নে নিহাদ। চট্টগ্রাম থেকে গানের টানে ঢাকায় এসে আমাদের পথচলা একসঙ্গে শুরু। ২০০৬ সালে প্রকাশ হওয়া আমার একক অ্যালবাম ‘আয় প্রাণের উৎসবে’র সব গান তারই লেখা ও সুর করা। আজ সেই অসাধারণ বন্ধুটাকে হারিয়ে ফেললাম। প্রিয় বন্ধুকে হারিয়ে ভীষণ কষ্ট লাগছে।’
স্বপ্নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে জল ছায়া, রোদেলা দুপুরে, আয় প্রাণের উৎসবে, এখনই বিদায় বলো না অন্যতম।
এএম/এসআইএইচ
