চলচ্চিত্র পরিচালক রাসুলফকে মুক্তি দিল ইরান
৬ মাসের বেশি কারাভোগের পর বার্লিনের সেরা পুরস্কারজয়ী ইরানী চলচ্চিত্র পরিচালক মোহাম্মাদ রাসুলফের মুক্তি মিলেছে। সরকারের সমালোচনার অপরাধে শাস্তি পেতে হয় ‘বার্লিন গোল্ডেন বিয়ার’ বিজয়ী এই চলচ্চিত্র পরিচালককে।
গত বছরের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন রাসুলফ। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি হলে প্রতিবাদকারীদের উপর সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করেন তিনি। দেশের কয়েকজন অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড় ও অন্যান্য তারকাদের মধ্যে তিনি একজন যিনি সরকারের সমালোচনার জন্য গ্রেপ্তার হয়েছিলেন।
ইরানে নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাহশা আমিনির মৃত্যুর পর বিক্ষোভে ফেটে পড়ে দেশটির জনগণ। তাদের এই বিক্ষোভ ও প্রতিবাদ দেশের পুনর্গঠন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, রাসুলফকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ও আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়েছে।
তবে এ বিষয়ে গণমাধ্যমগুলো বিস্তারিত আর কিছু জানাতে পারেননি। সরকারিভাবেও কোনো বিবৃতি বা তথ্য দেওয়া হয়নি।
চলতি মাসের শুরুতে কারামুক্ত হন গত জুলাইয়ে গ্রেপ্তার হওয়া ইরানের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। জাফর পানাহির অপরাধ ছিল তিনি রাসুলফ ও তার অন্য সহকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে অনুসন্ধান চালিয়েছেন।
ইরান সরকার দেশটির তারকা অভিনেত্রী তারানেহ আলীদোস্তিকেও জামিন দিয়েছে। তিনি প্রতিবাদকারীদের উপর কঠোর ব্যবস্থা নেওয়ায় সরকারের সমালোচনার দায়ে কারাভোগ করেন।
৫০ বছর বয়সী মোহামেদ রাসূলফের প্রথম সিনেমা ‘টুইলাইট’ ২০০২ সালে ইরান সরকারের ফাজির ফিল্ম ফেস্টিভ্যালে ‘সেরা প্রথম ছবি’র পুরস্কার জিতে। ২০১৩ সালে ‘গুডবাই’ সিনেমা তাকে কান চলচ্চিত্র উৎসবের সেরা পরিচালনার সম্মান এনে দেয়। একই বছর তার আরেকটি ছবি ‘ম্যানুস্ক্রিপ্টস ডোন্ট বার্ন’ ‘আঁ সাঁতে রিগা’ বিভাগে দেখানো হয় ও দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’র সংক্ষিপ্ত ‘এফআইপিআরইএসসিআই প্রাইজ’টি জয় করে। ২০১৭ সালে তার ‘অ্যা ম্যান অব ইন্টিগ্রিটি’ ‘আঁ সাঁতে রিগা’ বিভাগের সেরা পুরস্কার লাভ করে। ‘দেয়ার ইজ নো ইভিল’ সিনেমার জন্য তিনি বার্লিন আন্তজাতিক চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার ‘বার্লিন গোল্ডেন বিয়ার’ জেতেন।
ওএফএস/