‘যারা প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা হিংসা থেকে বলেছেন’
জমে ওঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বীতা করছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। দুই প্যানেলেই রয়েছে তারকারদের উপস্থিতি।
গত দুই মেয়াদের নেতৃত্ব দেওয়া মিশা-জায়েদ খানের প্যানেল নিয়ে এবার আলোচনার চেয়ে সমালোচনাই রয়েছে বেশি। বিশেষ করে করোনাকালে শিল্পীদের সহায়তার ধরন নিয়ে অনেকেই ভিন্ন চোখে দেখছেন বিষয়টি। যা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
এবার সেসব সমালোচনার জবাব দিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রার্থী ও আশির দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। তিনি বলেন, কেউ যদি একটা ভালো কাজ করে তা অবশ্যই প্রচার করতে হবে। ভালো কাজের কেন প্রচার হবে না? আমার প্রচার দেখে আরও মানুষ অনুপ্রাণিত হবে। ভালো কাজের প্রচার না করলে আবার তারাই বলতেন- আমরা সব খেয়ে ফেলেছি, আত্মসাৎ করেছি। প্রচার করলেও দোষ আবার না করলেও দোষ। যারা প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা হিংসা থেকে এগুলো বলেছেন।
রোজিনা আরও বলেন, নির্বাচন উপলক্ষে শুনেছি বিপরীত প্যানেলের কেউ কেউ বলেছেন, বিজয়ী হলে তারা সিনেমা বানাবেন। বিগত দিনে আমরা অনেক শিল্পীই সিনেমা প্রযোজনা করেছি। আমরা তো পদে এসে সিনেমা নির্মাণ করিনি। শিল্পের যদি প্রতি ভালোবাসা থাকে তাহলে শিল্পী সমিতিতে এসে সিনেমা নির্মাণ করব কেন? নিজে প্রযোজনা করে কাজ করতে পারি না? আবার বলেছেন-জয়ী হলে সরকারের সহযোগিতা নিয়ে সিনেমা করবে। শিল্পের প্রতি ভালোবাসা থাকলে পদে না এসেও এসব কাজ করা যায়। চেয়ারে বসে করবে এসব কথার মানে নেই। আমি যদি চলচ্চিত্রকে ভালোবাসি, সহযোগিতা করতে চাই তাহলে পদে না থেকেও করা যায়। তার জন্য গতিতে বসার দরকার হয় না।
উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিএই নির্বাচন।
এএম/এসআইএইচ