বাংলাদেশের হলে ভারতীয় সিনেমা প্রদর্শনের অনুরোধ

ভারতের সিনেমা বাংলাদেশের হলগুলোতে প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
শনিবার (১৫ জানুয়ারি) বিকালে জাতীয় জাদুঘরে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এ অনুরোধ করেন।
এতে দুই দেশের চলচ্চিত্র শিল্প লাভবান হবে মন্তব্য করে দোরাইস্বামী বলেন, ‘ভারত-বাংলাদেশে যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ প্রায় শেষের দিকে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল সিনেমাটি পরিচালনা করছেন।’
এ ধরনের চলচ্চিত্র শুধু দুই দেশের জন্য নয় বিশ্বে বাজারের একটি দরজা খুলে দেবে মন্তব্য করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের যে কোনো ক্ষেত্রে ভারত সহযোগিতা করতে প্রস্তুত।’
আরইউ/এসএ/
