‘দ্য বেস্ট অব সত্যজিৎ রায়’ এলো
ইংরেজিতে এলেন সত্যজিৎ রায়। এবার আর ভাবনা নেই বাঙালিদের। এখন থেকে ভারতবাসীর গর্বের পালক পত পত করে আকাশে উড়বে। দুটি ভলিউমের বক্স বইয়ের সেট ‘দ্য বেস্ট অব সত্যজিৎ রায়’ প্রকাশ করেছে পেঙ্গুইন র্যানডম হাউজ ইন্ডিয়া।
প্রকাশক সূত্রে জানানো হয়েছে, সত্যজিতের অনুরাগী পাঠকদের প্রতি কেবল একটি উপহারই নয়, একটি সংগ্রাহক সেটও। আর ইংরেজি ভাষাভাষীদের সত্যজিতের ভুবনে স্বাগতম।
ইতিহাসের অন্যতম কিংবদন্তি এবং বাংলা ভাষার সবচেয়ে স্মার্ট লেখকদের একজন সত্যজিৎ রায়ের বাছাইকৃত লেখাগুলোর একটি পূর্ণ সেট হলো এই ভলিউম।
সত্যজিৎ রায় বাংলা ভাষার অন্যতম সেরা রূপান্তর এবং মৌলিক গল্পগুলোর লেখক। তুখোড় মেধা, তীক্ষ্ণ লেখনী ও অবিশ্বাস্য মেধার স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি তার এই লেখাগুলোতে, চিরকালীন স্বাদ দিয়েছেন সবাইকে।
সত্যজিৎ রায়ের বিখ্যাত সৃষ্টি ব্রেজিলের কালো বাঘ, প্রফেসর শঙ্কু, ফেলুদা এবং অমর গল্পগুলো। আরও কত লেখা আছে তার। তিনি বাংলা ভাষার চলচ্চিত্রকার হিসেবেও সেরা। বিশ্ব ইতিহাসেরও অন্যতম মেধাবী হিসেবে পূজনীয়। তিনি ভারতের সবচেয়ে বড় পুরস্কার ‘ভারতরত্ন’ জয় করেছেন।
সত্যজিৎ রায় ‘পদ্মভূষণ’ উপাধি লাভ ও ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পেয়েছেন। সত্যজিৎ উপেন্দ্রকিশোরের নাতি, সুকুমারের সন্তান। তিনি ‘আজীবন অস্কারজয়ী একমাত্র বাংলা ভাষার চলচ্চিত্রকার’। এই বইয়ের সেটে তার দাদা, বাবা ও নিজের ছবি রেখেছেন প্রকাশক।
ওএফএস/