মুক্তি পাচ্ছেন অপু, আটকে আছেন শাকিব
ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। রূপালি পর্দার এই জুটি বাস্তবেও জুটি বেঁধেছিলেন। চুটিয়ে সংসার করেছেন বেশ কয়েক বছর। তাদের ঘরে রয়েছে এক পুত্র সন্তান। তবে এখন দুজনের পথ দুদিকে। প্রেম, বিয়ে ও সন্তানের পর তাদের সংসারও ভেঙে গেছে। তারপরও এই জুটিকে নিয়ে আলোচনার কমতি নেই। মাঝেমধ্যেই বিভিন্ন খবরের শিরোনামে উঠে আসে তাদের নাম। কখনো একে অপরের বিপক্ষে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন, আবার কখনো তাদের কাছে আসার গল্পের গুঞ্জনও রটে যায় বসন্ত বাতাসে।
তবে এসব কিছুকে ছাপিয়ে শাকিবকে পেছনে ফেলে এগিয়ে গেলেন অপু বিশ্বাস। মুক্তির অপেক্ষায় আছেন অপু বিশ্বাস। অন্যদিকে আজও কাজ শুরুই করতে পারেননি শাকিব খান। অজানা এক কারণে তিনি নিজেই আটকে আছেন।
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমার জন্য ৬৫ লাখ সরকারি অনুদান পান শাকিব। একই অর্থবছরে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও সরকারি অনুদান পায়। ‘লাল শাড়ি’ সিনেমার জন্য অপু পেয়েছেন ৬৫ লাখ টাকা। বন্ধন বিশ্বাস পরিচালিত অপু বিশ্বাসের এই সিনেমাটি মুক্তির জন্য ইতোমধ্যেই প্রস্তুত। আসছে রোজার ঈদেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে শাকিব খানের সিনেমাটি আদৌ শুটিং ফ্লোরেই গড়ায়নি।
সিনেমাটিতে অপু বিশ্বাসকে দেখা যাবে তাঁতশ্রমিকের মেয়ে শ্রাবণীর চরিত্রে। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘লাল শাড়ি তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরব এই সিনেমায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প হারিয়ে যাচ্ছে। কী কারণে হারিয়ে যাচ্ছে, তার পেছনের গল্প আমরা সামনে নিয়ে আসছি। আশা করছি, সিনেমাটি আমার ভক্ত-অনুরাগীদের পছন্দ হবে। অনেক দিন পর দর্শকরা পরিবার নিয়ে দেখার মতো ভালো গল্পের সিনেমা পাবে।’
শাকিব খানের মায়া সিনেমাটি পরিচালনা করবেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি পরিচালক হিমেল আশরাফ। এই সিনেমার কাজ নিয়ে শাকিব খান ও হিমেল আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো উত্তর মেলেনি।
দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত বছরের আগস্টে দেশে ফেরেন শাকিব খান। দেশে ফেরার পর চিত্রনায়িকা বুবলীর সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান ইস্যুতে বিতর্কের পালে হাওয়া দেন এই নায়ক।
যুক্ত্ররাষ্ট্রে গিয়ে পরিচালক হিমেল আশরাফের সঙ্গে নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ নামে আরও একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। সেই সিনেমাটিও ঘোষণার মধ্যেই আটকে আছে। ইতোমধ্যে পরিচালক রায়হান রাফীর পরিচালনায় ‘প্রেমিক’ নামের একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল এই নায়কের। এ সিনেমার কাজও বাতিল হয়েছে। প্রযোজক ও পরিচালক জানিয়েছেন এই সিনেমাটি আর হচ্ছে না।
এদিকে শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চার বছর আগে ৪টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এগুলো হচ্ছে কাজী হায়াতের ‘বীর’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’, মালেক আফসারির ‘পাসওয়ার্ড ২’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। এর মধ্যে একমাত্র ‘বীর’ আলোর মুখ দেখেছে। বাকি সিনেমাগুলো ঘোষণাতেই আটকে আছে।
এই সিনেমাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। চলচ্চিত্রপাড়ায় অনেকেই বলছেন সমালোচনা থেকে ক্যারিয়ারকে বাঁচাতে শাকিব খান তাৎক্ষণিকভাবে এসব সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সিনেমাগুলো কবে হবে, আদৌ হবে কি না তা কেউ বলতে পারছে না।
দীর্ঘদিন ধরেই প্রেক্ষাগৃহে অনুপস্থিত শাকিব খান। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গলুই’ প্রেক্ষাগৃহে সেভাবে দর্শক টানতে পারেনি। এরপর নতুন-নতুন সিনেমার খবরে শাকিব বেশ সরব থাকলেও সেগুলো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কিন্তু শাকিব খানের নতুন সিনেমার জন্য মুখিয়ে আছেন তার ভক্ত-অনুরাগীরা।
শাকিব খান অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘আগুন’ ও ‘অন্তরাত্মা’। সিনেমা তিনটি রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে।
এএম/এসজি