মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

হিমির নাচ আর মোশাররফের ক্যানভাসের ফাঁকে পকেট মারেন নিলয়

জনপ্রিয় তারকা অভিনেতা মোশাররফ করিম। ভিন্নধর্র্ম চরিত্রে অভিনয়ে তার জুড়ি নেই। এদিকে বর্তমান সময়ের আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একসঙ্গে এই তিন তারকা এবার অভিনয় করলেন একটি নাটকে। এর নাম ‘রঙ্গিলা’।

সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন যুবায়ের ইবনে বকর। নির্মাতা জানান, এতে দেখা যাবে গ্রামে-গঞ্জে লায়লা (হিমি) নাচে, রাজ্জাক (মোশাররফ করিম) ক্যানভাস করে আর সেই ফাঁকে সালমান (নিলয়) দর্শকদের পকেট মারে! এভাবেই চলে তিনজনের জমজমাট ব্যবসা।

এ সম্পর্কে হিমি বলেন, ‘আমাদের এই ফন্দি ভালোই চলছিল। প্রচুর ইনকাম। কিন্তু প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। আমাকে রাজ্জাক-সালমান দুজনেই প্রেমিকা হিসেবে চায়! শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। নাটকটি দেখলেই সেটি বুঝতে পারবেন দর্শক। তবে আমি বলবো, অনেকদিন পর প্রাণখুলে মনের মতো একটা কাজ করলাম। শুটিংয়ের সময় আমাদের মধ্যমণি ছিলেন মোশাররফ ভাই। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন কাজটি।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘রঙ্গিলা’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এএম/

Header Ad
Header Ad

লামায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহরণ

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহৃত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তামাক ক্ষেতে কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের অপহরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপহৃতদের মধ্যে মো. ভুট্টু ও আবু তাহের নামের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা ওই তামাক ক্ষেতের মালিক বলে জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, অপহৃতদের উদ্ধারে সম্ভাব্য এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে। কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা নির্ণয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ এসে ঘরে থাকা চাষিদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই তাদের কোনো খোঁজ মিলছে না। অপহরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন দ্রুত তাদের উদ্ধার ও দায়ীদের শনাক্তে কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

Header Ad
Header Ad

আল্লু অর্জুনের নতুন সিনেমার বাজেট ৮০০ কোটি রুপি, পরিচালনায় অ্যাটলি

পরিচালক অ্যাটলি ও অভিনেতা আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন এবার আরও বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে একসঙ্গে কাজ করবেন এবং তাদের সিনেমাটির বাজেট হবে ৮০০ কোটি রুপি। তবে, এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, আল্লু অর্জুনের পারিশ্রমিক হিসাবে ১৭৫ কোটি রুপি দেওয়া হবে। এই প্রকল্পের প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে। অন্যদিকে, পরিচালক অ্যাটলি তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার ষষ্ঠ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।

অভিনেতা আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

এছাড়া, সিনেমাটির নির্মাণ ব্যয় আনুমানিক ২০০ কোটি রুপি নির্ধারিত হয়েছে এবং ২৫০ কোটি রুপি খরচ করে অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে সিনেমার ক্যানভাস তৈরি করা হবে। নির্মাতারা এই সিনেমাকে একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার হিসেবে উপস্থাপন করতে চাইছেন এবং বিশ্বব্যাপী এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

মজার ব্যাপার হলো, একই সময়ে এসএস রাজামৌলি পরিচালিত মহেশ বাবুর সিনেমাটির বাজেট প্রায় ১০০০ কোটি রুপি।

আজ, ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে এই সিনেমার ঘোষণাটি সকাল ১১টায় দেওয়া হবে, যা তার ভক্তদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত।

Header Ad
Header Ad

ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর

ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর। ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর। প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির এই প্রতিবেদক সোমবার রাতে খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অবস্থান করা একটি তাবুতে হামলার শিকার হন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর আগুনে জ্বলতে থাকা অবস্থায় তাকে দেখা যায় এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানসুর। একই হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন। ইসরাইলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে জানায়, তাদের লক্ষ্য ছিল সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যিনি তেল আবিবের ভাষ্য অনুযায়ী হামাস সদস্য। তিনি হামলায় আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযানে এ পর্যন্ত ২১১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরাইলি বাহিনী ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে তীব্র হামলা শুরু করে, যাতে ইতোমধ্যে প্রায় ১,৪০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩,৪০০ জনেরও বেশি। এই হামলার ফলে জানুয়ারির যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে পড়েছে।

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আরও বড় পরিসরে হামলার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা রয়েছে, যেখানে ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নের ইঙ্গিত দেওয়া হয়।

স্থানীয় হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫০,৭০০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গত নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, গাজায় সংঘটিত ঘটনার জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ গণহত্যার মামলাও চলমান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লামায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহরণ
আল্লু অর্জুনের নতুন সিনেমার বাজেট ৮০০ কোটি রুপি, পরিচালনায় অ্যাটলি
ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর
২৯ এপ্রিল থেকে ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু
উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ: অভিযোগ মায়ের
ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক
বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
ফরিদপুরে বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত, আহত অন্তত ৩০
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল
ফেসবুকে লুটের মাল বিক্রির পোস্ট, সিলেটে ১৪ জন আটক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন
স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি
শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন
ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির
সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত