অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

আলোচিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ১৩ জানুয়ারি দেশে মুক্তি পেয়েছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। আগামী ১০ ফেব্রুয়ারি দেশটির বেশ কিছু হলে মুক্তি পাবে সিনোমটি।
ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে এর পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া।
এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, মিশা সওদাগর, তাসকিন রহমান, শতাব্দি ওয়াদুদ প্রমুখ।
এ সম্পর্কে পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় মুক্তির মাধ্যমে ‘ব্ল্যাক ওয়ার’র বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু হচ্ছে। আশা করি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করতে সমর্থ্য হবে আমাদের সিনেমাটি।
অস্ট্রেলিয়ায় সিনেমাটি মুক্তির বিষয়ে বাড়তি উৎসাহ যুগিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান আর সাদিয়া নাবিলার অসাধারণ অভিনয়।
সিনেমাটি প্রযোজনা করেছেন কপ ক্রিয়েশন।
এএম/আরএ/
