পরিবার ফিরে পেতে মরিয়া শাকিরা
নিজের প্রজন্মের বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও স্পেন জাতীয় দলের বিশ্বকাপজয়ী সেন্টারব্যাক, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা (দুবারের ট্রাবলজয়ী)। চারবারের উয়েফা কাপজয়ী দলের অন্যতম সেরা খেলোয়াড় জেরার্দ পিকের কলম্বিয়ান সুপারস্টার গায়িকা স্ত্রী ‘কুইন অব লতিন মিউজিক’-শাকিরা তার নিজের গানই এত জোরে বাজিয়েছেন যে পিকের মা-যিনি তার বাড়ির উল্টোদিকে রাস্তার ওপারে থাকেন আর সহ্য করতে পারলেন না। ফলে কেবল শাকিরার স্পেনের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের সঙ্গেই দাম্পত্য সম্পর্ক ভেঙে থেমে থাকল না, তার মায়ের সঙ্গেও বোধহয় জোড় ভাঙল।
এই ঘটনার পর থেকে পিকের মা মনসেনাত বেনাবেউ’র সঙ্গে সম্পর্কটি আর ভালো যাচ্ছে না ‘দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং’য়ের নায়িকা শাকিরার।
বিভিন্ন খবরের ভিত্তিতে, এতকাল ভালো সম্পর্ক ধরে রেখে এগিয়েছেন শাকিরা ও পিকের মা। তাদের দুজনের সম্পর্ক ছেদের পর এই সম্পর্কও স্বাভাবিকভাবে শেষের দিকে চলে যাচ্ছিল।
তবে শাকিরা বেঁচে গিয়েছেন ও দারুণ কাজ করেছেন-মার্কিন র্যাপার বিজার্যাপের মিউজিক সেশন ৫৩ এ পিকের মা ও তার দুই ছেলে মিলান ও শাশা’র দাদীকে উৎসর্গ করে গেয়েছেন শাকিরা।
সেখানে তিনি বলেছেন, পিকে তার মাকে নিয়ে তাকে অসম্মানজনকভাবে ছেড়ে চলে গিয়েছেন। পিকের মা শাকিরার সাম্প্রতিক এই জনপ্রিয় গানটি যদি না শোনার চেষ্টা করেন বা এড়িয়ে চলেন, সেটি তার ছেলের খেলার মতোই কঠিন হবে।
কেননা শাকিরার বাড়ি স্পেনের বার্সেলোনাতে এই গানটি দারুণভাবে বেজে চলেছে ছেলেদের মধ্যে। সুপারহিট সবখানে। আর শাকিরাকে বিশ্বের কোনো মানুষের পক্ষেই না শোনা ও দেখা সবসময় কঠিন। তাদের সবার কাছে মনে হয়েছে, গানটির মাধ্যমে শাকিরা তার পুরোনো পরিবারটিকে ফিরে পেতে চেষ্টা করে চলেছেন।
এর মধ্যে স্পেনের স্যাটেলাইট টিভি চ্যানেল টেলেসিনকোও অনেক কষ্টে জোগাড় করে শাকিরার ভিডিও গানটি প্রচার করে দিয়েছে।
শাাকিরার আরো নব উদ্যোগটি হলো, তিনি তার বাড়ির বেদীতে স্থাপন করেছেন একজন কালো জাদুকরের প্রতিমূর্তি। সেটি দেখেছেন পিকের মা ও এই বিষয়ে শাকিরার ঘনিষ্ট সাংবাদিক মাক লিরার্দো মিলান তার শোতে এসে বলেছেন, শাকিরার পেশাগত দলের একজনকে ডেকে তার শ্বাশুড়ি সাফ বলে দিয়েছেন, রাস্তার উল্টো দিকে তার বাড়ির মুখোমুখি এই মূর্তিটি না রাখতে।
এরপর শাকিরা আবার এগিয়ে গিয়ে পিকের বাবা-মায়ের বাড়ির সামনে শুটিং করেছেন।
ওএফএস/