এক দশক পর ডিপজলের সঙ্গে এফ আই মানিক
এক দশক পর আবারও মনোয়ার হোসেন ডিপজল অভিনয় করবেন এফ আই মানিকের সিনেমায়। মানিককে দিয়ে নতুন ধারার সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছেন ডিপজল নিজেই।
২০০৬ সালের দিকে মানিককে দিয়ে ডিপজল নির্মাণ করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমাটি। সিনেমাটি সুপার হিট হয়। এরপর এফ আই মানিক ‘চাচ্চু’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’সহ পরপর ছয়টি সিনেমা নির্মাণ করেন। সবগুলো সিনেমার প্রযোজনা করেন ডিপজল।
এক দশর পর আবারও এই আই মানিককে দিয়ে সিনেমা নির্মাণ করবেন খল অভিনেতা ও প্রযোজক ডিপজল।
এ প্রসঙ্গে ডিপজল বলেন, মানিক আমার ঘরের পরিচালক। তিনি আমার চিন্তা-ভাবনা ধরতে ও বুঝতে পারেন। আমি যা চাই তা করতে পারেন। এতদিন আকবরকে দিয়ে এক ধরনের সিনেমা বানিয়েছি। এখন দর্শককে আরও বেশি বৈচিত্র দেওয়ার জন্য মানিককে নিয়েছি। আমার পরবর্তী ছয়-সাতটি সিনেমা নির্মাণের দায়িত্ব তাকে দিয়েছি। প্রথমে তিনটির কাজ হবে। এগুলোর গল্প রেডি আছে। আশা করছি, আগামী মাসের শুরুর দিকে মানিককে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করতে পারব।
তিনি আরও বলেন, ইতোমধ্যে যে সিনেমাগুলো সেন্সর হয়েছে, সেগুলো মুক্তির প্রক্রিয়া চলছে। আগামী রোজার ঈদে একটি এবং কোরবানির ঈদে একটি মুক্তি দেয়া হবে। এই দুই ঈদের মাঝে আরেকটি মুক্তি দেব।
অন্যদিকে, মানিককে নিয়ে নতুনগুলোর কাজ চলতে থাকবে। ইতোমধ্যে এফ আই মানিককে তিন সিনেমার গল্প বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি এগুলো নিয়ে কাজ শুরু করেছেন। আশা করছি, তাকে নিয়ে ভালো কিছু হবে। দর্শক ভালো সিনেমা পাবে, যোগ করেন তিনি।
এএম/এমএমএ/