অবশেষে মুক্তি পেল ‘মিশন এক্সট্রিম’
ছবি: সংগ্রহ
অনেক কল্পনা-জল্পনা শেষে শুক্রবার (৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে আলোচিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫০টির মতো হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ২৪টি হলে বাণিজ্যিকভাবে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিনেমাটি দেখার পর এর গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন অতিথিরা। অনেকে মনে করছেন, ঢাকাই সিনেমার এই ক্রান্তিলগ্নে সাফল্যের সুবাতাস বয়ে আনবে 'মিশন এক্সট্রিম'। ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
পুলিশের কাউন্টার টেররিজমের সত্য ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। ট্রেলারে বোঝা যায়, পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প। ২০১৯ সালের ২০ মার্চে ঢাকায় ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং শুরু হয়। বাংলাদেশ ও দুবাইয়ে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমায় অভিনয় করেছে৷ আরিফিন শুভ, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, তাসকিন রহমান, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ।
‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, সিনেমা মানে স্বপ্ন। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে সিনেমা মানে একটি যুদ্ধের প্রতিরূপ! পুরো ইন্ডাস্ট্রি এই যুদ্ধে লিপ্ত। ‘মিশন এক্সট্রিম’ সেই যুদ্ধ জয়ের স্বপ্ন নিয়ে মুক্তি পেল।
চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, আমাদের দীর্ঘ পরিশ্রমের ফসল সিনেমাটি; এই সিনেমায় আমার এবং পুরো টিমের অনেক ত্যাগ রয়েছে। দর্শক আজ তা পর্দায় দেখছেন। দর্শকদের বলবো, সবাই সিনেমাটি দেখবেন এবং দেখে ভালো লাগলে অন্যদেরও দেখতে বলবেন।
এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এটিই তাঁর প্রথম সিনেমা। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, সিনেমা মুক্তি পাবে, স্বাভাবিক ঘটনার মতোই লাগছিল। কিন্তু ট্রেলার দেখার পরে দর্শকদের আগ্রহ অনেক বেড়ে গেছে। দর্শকেরা কীভাবে নেবেন, সেটা নিয়েই ভাবছি। কদিন ধরে ভয় লাগছে। দর্শকদের অনুরোধ প্লিজ, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন।