রিফাতের ‘ওয়ান ইলেভেন’ দিয়ে আফজাল হোসেনের ফেরা

নন্দিত অভিনেতা আফজাল হোসেন। অভিনয়ের বাইরে একজন পরিচালক, চিত্রশিল্পীও তিনি। বহুমাত্রিক গুণ দিয়ে জয় করেছেন কোটি কোটি দর্শক হৃদয়। ছোটপর্দায় মাঝে মাঝে কাজ করলেও দীর্ঘদিন ধরে সিনেমায় দেখা যাচ্ছিল না খ্যাতিমান এই অভিনেতাকে।
এবার আবারও বড়পর্দায় অভিনয় করতে যাচ্ছেন আফজাল হোসেন। সিনেমার নাম- ‘ওয়ান ইলেভেন’। সিনেমাটি পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত।
ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এমনই থ্রিলারধর্মী এক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে।
এর গল্প লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।
পরিচালক রিফাত জানিয়েছেন, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে।
এএম/এসজি
