প্রকাশ্যে পরীমণি-সিয়ামের ‘সারেং ছাড়া জাহাজ চলে’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে সময়টা ভালো যাচ্ছে না তার। শরিফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদের খবর দিয়েছেন এই নায়িকা নিজেই। এবার নতুন আরও এক খবর দিলেন।
পরীমণি অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি। এ উপলক্ষে চলছে প্রচারণা ও গান প্রকাশনা। ইতোমধ্যেই এই সিনেমার গান, ট্রেলার ও পোস্টার প্রকাশিত হয়েছে। আবারও নতুন একটি গান প্রকাশিত হলো।
গানের শিরোনাম ‘সারেং ছাড়া জাহাজ চলে’। গানের কথা লিখেছেন প্রয়াত পুলিশ কর্মকর্তা এসপি দেওয়ান লালন আহমেদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে এই গান। এই গানে সিয়াম আহমেদের সঙ্গে গল্পের রসায়নে মজেছেন পরী। সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
এএম/এমএমএ/
